পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণের পর খুন, অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ VHP-র ; লাঠিচার্জ - অভিযুক্তের ফাঁসির দাবিতে অবরোধ VHP

গঙ্গারামপুরে এক যুবতির অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ ৷ অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ৷

লাঠিচার্জ

By

Published : Sep 13, 2019, 12:17 PM IST

Updated : Sep 13, 2019, 12:49 PM IST

গঙ্গারামপুর, 13 সেপ্টেম্বর : যুবতিকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে গঙ্গারামপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ৷ ফলে ব্যাপক যানজট তৈরি হয় ৷ আটকে পড়ে বহু বাস ও গাড়ি । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ৷ দীর্ঘক্ষণ অবরোধ না ওঠায় পুলিশ লাঠিচার্জ করে ৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, লাঠির ঘায়ে তাদের কয়েকজন কর্মী জখম হয়েছে ৷ কয়েকজনকে আটকও করা হয়েছে ৷ যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ৷

7 সেপ্টেম্বর গঙ্গারামপুরে এক যুবতির অর্ধনগ্ন গলাকাটা দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে ওই যুবতিকে খুন করা হয়েছে ৷ ঘটনার তিনদিন পর ওই যুবতির পরিবার দেহ শনাক্ত করে । জানা যায়, যুবতির বাড়ি গঙ্গারামপুর থানা এলাকাতেই ৷ ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের হয় ৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি ৷

এই সংক্রান্ত আরও খবর :প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, পুলিশ বলছে যুবতিকে গণধর্ষণ করে খুন

অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজ সকাল ন'টা থেকে গাজোল-হিলি 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিশ্ব হিন্দু পরিষদ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ আসেন গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুণ্ডু, দক্ষিণ দিনাজপুরের SDPO বিপুল ব্যানার্জি ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংজেন ভুটিয়া ৷ মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স ৷ কিন্তু, দীর্ঘক্ষণ অরবোধ না ওঠায় লাঠিচার্জ করে পুলিশ ৷ কয়েকজনকে আটক করা হয় ৷ সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের ৷ শেষপর্যন্ত সাড়ে 10টা নাগাদ অবরোধ উঠে যায় ৷

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর :যুবতিকে ধর্ষণ করে খুন, অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও গঙ্গারামপুরে

বিশ্ব হিন্দু পরিষদ নেতা শুকলাল ঘোষের হুঁশিয়ারি, "আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামব । এভাবে লাঠিচার্জ করে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না পুলিশ ৷ " যদিও লাঠি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ৷

Last Updated : Sep 13, 2019, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details