পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে আজ থেকে হকারদের ভ্যাকসিনেশন শুরু হল - জেলা স্বাস্থ্য দফতর

জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং বালুঘাট পৌরসভার পরিচালনায় বালুরঘাট স্টেডিয়ামে হকারদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ পাশাপাশি গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরেও চলছে হকারদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ ।

Vaccination of hawkers has started in Balurghat from today in south dinajpur
বালুরঘাটে আজ থেকে শুরু হল হকারদের ভ্যাকসিনেশন

By

Published : May 15, 2021, 7:37 PM IST

বালুরঘাট, 15 মে : অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হল প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ । তবে সকলকে নয়, শুধুমাত্র হকারদের দেওয়া হচ্ছে এই প্রথম ডোজের ভ্যাকসিন । শনিবার জেলার বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে হকারদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ । করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে । ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষজন ভিড় করছেন হাসপাতালে । কিন্তু ভ্যাকসিনের জোগান না থাকায় বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ডোজ দেওয়া ৷ করোনা সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার পরিবহণ কর্মী ও মিডিয়া কর্মীদের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেন । এই নির্দেশ মোতাবেক এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয় হকারদের ভ্যাকসিন দেওয়া ।

আরও পড়ুন : নেই যোগান, প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করল ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ

এদিন জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং বালুঘাট পৌরসভার পরিচালনায় বালুরঘাট স্টেডিয়ামে হকারদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে ৷ পাশাপাশি গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরেও চলছে হকারদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ । মূলত শহরের বিভিন্ন প্রান্তে যাঁরা সবজি বিক্রি করেন এবং রাস্তায় খাবারের দোকান, তাঁদের জন্যই এই ভ্যাক্সিনেশন বলে জানিয়েছেন পৌরসভার আধিকারিকরা । শহরে এরকম রেজিস্টার্ড হকারের সংখ্যা প্রায় হাজার দেড়েক । এই ভ্যাক্সিনেশন আগামী কয়েক দিন চলবে । প্রথম দিনেই ভ্যাকসিন নিতে লম্বা লাইন দেখা যায় ।

ABOUT THE AUTHOR

...view details