পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP ছেড়ে তৃণমূলে যোগ বালুরঘাটের 2 পঞ্চায়েত প্রধানের

CAA-র নিয়ে BJP মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে । কয়েকজন BJP প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন । তাঁরাও যোগদান করবেন । আগামী দিনে বালুরঘাট ব্লকের সব গ্রাম পঞ্চায়েত প্রধানই তৃণমূলে যোগদান করবেন । BJP-র সঙ্গে কেউ থাকবেন না ৷ বললেন দক্ষিণ দিনাজপুরে তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ ৷

Two panchayat pradhan join TMC
তৃণমূলে যোগদান

By

Published : Jan 12, 2020, 11:12 PM IST

বালুরঘাট, 12 জানুয়ারি : BJP-তে থেকে কাজ করতে পারছিলেন না । তাই মানুষের জন্য কাজ করতে তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড ও ডাঙাগ্রাম পঞ্চায়েতের দুই মহিলা প্রধান । রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই দুই প্রধান মেরিলা মুর্মু ও মল্লিকা কর্মকারের (সূত্রধর) হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ । যদিও BJP-র পক্ষ থেকে দাবি করা হয়, ভয় দেখিয়ে তাঁদের তৃণমূলে যোগদান করানো হয়েছে । স্ব-ইচ্ছায় কোনও BJP কর্মী দল ছাড়ছেন না ।

শনিবার রাতে ডাঙাগ্রাম পঞ্চায়েতের BJP প্রধান মল্লিকা কর্মকার(সূত্রধর) তৃণমূলে যোগদান করেন । পরের দিন দুপুরে বালুরঘাটে দলীয় কার্যালয়ে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের BJP প্রধান মেরিলা মুর্মু তৃণমূলে যোগদান করেন । দলীয় সূত্রে খবর, আরও এক BJP প্রধান তৃণমূলে যোগদান করতে পারেন । পাশাপাশি বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগদান করেছেন ৷ তবে তাঁদের নাম এখনই প্রকাশ্যে আনতে রাজি নয় তৃণমূল শিবির ।

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বালুরঘাট ব্লকের মোট 11টি গ্রাম পঞ্চায়েতে মধ্যে BJP একক ভাবে ছয়টি, তৃণমূল একক ভাবে তিনটি, বাকি দুটো পঞ্চায়েত BJP, বাম ও কংগ্রেসকে নিয়ে জোটের বোর্ড রয়েছে । ডাঙা গ্রাম পঞ্চায়েতের 20টি আসনের মধ্যে BJP পেয়েছিল 11টি আসন, তৃণমূল পেয়েছিল ছয়টি আসন, এবং বামফ্রন্ট পেয়েছিল তিনটি আসন । অন্যদিকে, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে মোট 18টি আসনের মধ্যে BJP পেয়েছিল সাতটি আসন, তৃণমূল পেয়েছিল পাঁচটি আসন এবং বামফ্রন্ট পেয়েছিল একটি আসন । বাকি একটি সংসদে ভোট হয়নি ।

এবিষয়ে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান মেরিলা মুর্মু বলেন, "BJP-তে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে সমস্যা হচ্ছিল । কাজ করতে চাইলেও তা পারছিলাম না । তাই তৃণমূলে যোগ দিয়েছি । এছাড়াও CAA নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে BJP।"

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, "CAA-র নিয়ে BJP মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে। বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েত ও অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দুই প্রধানের কাজ করতে অনেক সমস্যা হচ্ছিল । তাঁরা এলাকার উন্নয়ন করতে পারছিলেন না । তাই তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দলে যোগ দিয়েছে । এখন তাঁদের এলাকায় মমতা ব্যান্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নের জোয়ার আসবে । এছাড়াও আরও কয়েকজন BJP প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন । তাঁরাও যোগদান করবে । আগামী দিনে বালুরঘাট ব্লকের সব গ্রাম পঞ্চায়েত প্রধানই তৃণমূলে যোগদান করবেন । BJP-র সঙ্গে কেউ থাকবেন না ।"

অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর BJP জেলা সভাপতি বিনয়কুমার বর্মণ বলেন, "তৃণমূলে যোগদান করতে BJP প্রধানদের জোর করছে তৃণমূল । অনেক প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভয় দেখাচ্ছে । কাউকে আবার ফেনসিডিলের মামলার ভয় দেখানো হচ্ছে । যার ফলে আমাদের দু'জন প্রধান তৃণমূলে যোগ দিয়েছে । ভয় দেখিয়ে জোর করে এভাবে সবাইকে নিজেদের দলে নিতে পারবে না । আগামী দিনে সব গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদেরই দলেই থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details