পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত আরও 2 - দক্ষিণ দিনাজপুর কোরোনা

দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুর ব্লকের দুজন কোরোনায় আক্রান্ত। এনিয়ে জেলায় সংখ্যা বেড়ে দাঁড়াল 7 ।

ছবি
ছবি

By

Published : May 25, 2020, 8:08 AM IST


তপন ও গঙ্গারামপুর, 25 মে: দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 2। তাঁদের মধ্যে একজন তপনের এবং অন্যজন গঙ্গারামপুর ব্লকের। তাঁদের বালুরঘাট কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । এদিকে সব মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 । আক্রান্তদের সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের আক্রান্ত ব্যক্তি পরিযায়ী শ্রমিক । সম্প্রতি মুম্বই থেকে বাড়ি ফিরেছেন । স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 14 মে তাঁর লালারস সংগ্রহ করা হয়েছিল । অন্যদিকে, তপন ব্লকের আক্রান্ত যুবকও ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছেন । তাঁরও লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে তাঁদের 2 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ।

যদিও, এখনও পর্যন্ত সরকারিভাবে জেলা প্রশাসন বা স্বাস্থ্যকর্তাদের তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি ।

অন্যদিকে, এনিয়ে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 । যার মধ্যে কুশমণ্ডি ও কুমারগঞ্জের 2 জন বালুরঘাটের হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল ধরা পড়েন আরও 2 জন । প্রথমদিকে ধরা পড়া 3 জন রায়গঞ্জের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সুস্থ রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details