পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত 2 বাইক আরোহী - বালুরঘাটের সাম্প্রতিক খবর

বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল দু'জনের । আহত এক ৷ একই বাইকে ছিলেন তিনজন ৷ হেলমেট ছিল না একজনেরও ৷ খোরনা এলাকায় হিলিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । আহত যুবককে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷

বেপরোয়া বাইক প্রাণ কাড়ল 2 যুবকের, গুরুতর আহত 1

By

Published : Nov 11, 2019, 9:54 AM IST

বালুরঘাট, 11 নভেম্বর : পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী ৷ গুরুতর জখম আরও এক ৷ দুর্ঘটনাস্থান বালুরঘাট থানার খোরনা এলাকা ৷ মৃত দুই যুবকের নাম পার্থ মণ্ডল (21) ও ভাস্কর দাস ( 19) ৷ আহত যুবকের নাম আদিত্য মণ্ডল (26) । গুরুতর জখম অবস্থায় আদিত্যকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থানে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার পুলিশ ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ৷ পিকআপ ভ্যানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে আহত ওই যুবক মুর্শিদাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । তাঁকে বাসে তুলে দেওয়ার জন্য গতরাতে বাইকে করে যায় তাঁর ভাই পার্থ মণ্ডল (21) ও ভাস্কর দাস (19) ৷ নাজিরপুর থেকে পতিরাম যাচ্ছিলেন তাঁরা । পথে খোরনা এলাকায় হিলিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । হেলমেট ছিল না একজনেরও ৷ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্থ ও ভাস্করের । আদিত্য গুরুতর ভাবে জখম হন । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । আদিত্যর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের প্রতিবেশীরা

ঘটনার জেরে পতিরাম-হিলি রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । শুরু হয় যান চলাচল ।

দুর্ঘটনার বিষয়ে প্রতিবেশী পিকলু চৌধুরি বলেন, "দাদাকে বাসে তুলে দেওয়ার জন্য পার্থ ও তার বন্ধু ভাস্কর যায় । একই বাইকে তিনজন যাচ্ছিল । পতিরাম যাওয়ার পথে খোরনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মারা যায় দু'জন । আরও একজনের অবস্থা গুরুতর জখম ।"

অন্যদিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি । পিক-আপ ভ্যানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details