বালুরঘাট, 7 জুলাই : বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের সামিল পাম্পের মালিকরা । বিভিন্ন সময়ে পেট্রল পাম্পগুলিতে ভাঙচুর এবং কর্মীদের উপর হামলার প্রতিবাদে নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এদিন সকাল ছ'টা থেকে সন্ধ্যে ছ'টা পর্যন্ত 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয় ।
স্বাভাবিকভাবেই এদিন প্রচুর মানুষ পেট্রল, ডিজেল নিতে গিয়ে ফিরে যান । পেট্রল পাম্প মালিকদের অভিযোগ বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একদল অসাধু চক্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আক্রমণ চালাচ্ছে পেট্রল পাম্পগুলির উপর ।
সেই ঘটনার প্রতিবাদে এদিন বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিল দক্ষিণ দিনাজপুর জেলার পেট্রল পাম্পের মালিকরা ।
গতকাল সন্ধ্যায় জেলার পেট্রল পাম্পের মালিকরা গঙ্গারামপুরে একটি বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন , তেমনই তথ্য জানিয়েছেন পেট্রল পাম্প মালিকদের সংগঠন ।
আরও পড়ুন...বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বালুরঘাটে উদ্ধার মাদক