পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দত্তক নেওয়া গ্রামের জন্য উপহার টিউবওয়েল !

দত্তক নেওয়া গ্রামের জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ । কলেজের প্রাক্তনী সভার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল ।

টিউবওয়েল

By

Published : Jun 22, 2019, 11:22 PM IST

বালুরঘাট, 22 জুন: দত্তক নেওয়া গ্রামের জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ । আজ বিকেলে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর উপস্থিতিতে মালঞ্চার বালিন্দর গ্রামে টিউবওয়েল বসানো হয় ।

জানা গেছে, মাস ছয়েক আগে বালুরঘাট কলেজ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের মালঞ্চা বালিন্দর গ্রাম দত্তক নেয় । গ্রামবাসীদের কী চাহিদা তা জানতে কলেজের NSS-র পক্ষ থেকে দিন কয়েক আগে গ্রামের মানুষদের নিয়ে একটি সমীক্ষা করা হয় । সমীক্ষায় জানা যায়, গ্রামের একমাত্র টিউবওয়েল বিকল হয়ে রয়েছে । জলকষ্টে ভুগছে গোটা গ্রাম । তারপরই কলেজ ও কলেজের প্রাক্তনী সভার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল ।

আরও পড়ুন : মেলেনি চাকরি, পুরোনো পথে ফেরার ইঙ্গিত প্রাক্তন KLO জঙ্গিদের

পঙ্কজ কুণ্ডু জানান, মাস ছয়েক আগে গ্রামটি দত্তক নেওয়া হয়। তারপর সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আজ এই এলাকায় একটি টিউবওয়েল বসানো হয় । গ্রামবাসীরা একটি রাস্তার দাবি জানিয়েছেন । বিষয়টি পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে । বালুরঘাট কলেজের অধ্যাপক তথা NSS-র প্রোগ্রাম অফিসার দুলাল বর্মণ জানান, প্রাক্তনী সভার আর্থিক সহযোগিতায় টিউবওয়েলটি বসানো হয়েছে । আগামী দিনে এই গ্রামের উন্নতিতে তারা সহায়ক ভূমিকা নেবেন ।

ABOUT THE AUTHOR

...view details