বালুরঘাট, 22 জুন: দত্তক নেওয়া গ্রামের জলকষ্ট মেটাতে টিউবওয়েল বসাল বালুরঘাট কলেজ । আজ বিকেলে বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডুর উপস্থিতিতে মালঞ্চার বালিন্দর গ্রামে টিউবওয়েল বসানো হয় ।
জানা গেছে, মাস ছয়েক আগে বালুরঘাট কলেজ বালুরঘাট ব্লকের ডাঙাগ্রাম পঞ্চায়েতের মালঞ্চা বালিন্দর গ্রাম দত্তক নেয় । গ্রামবাসীদের কী চাহিদা তা জানতে কলেজের NSS-র পক্ষ থেকে দিন কয়েক আগে গ্রামের মানুষদের নিয়ে একটি সমীক্ষা করা হয় । সমীক্ষায় জানা যায়, গ্রামের একমাত্র টিউবওয়েল বিকল হয়ে রয়েছে । জলকষ্টে ভুগছে গোটা গ্রাম । তারপরই কলেজ ও কলেজের প্রাক্তনী সভার উদ্যোগে এবং আর্থিক সহযোগিতায় বসানো হয় একটি টিউবওয়েল ।