বালুরঘাট, 17 জুলাই :গরুর গাড়িতে চড়ে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অব্যাহত রাজ্য়ের শাসকদলের ৷ শনিবার দক্ষিণ দিনাজপুর জেলায় এই কর্মসূচির আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস ৷ গরু ও মোষে টানা গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হন দলের নেতা ও কর্মীরা ৷ তা দেখতে রাস্তার দু’পাশের উৎসাহী মানুষের ছোট-খাটো ভিড়ও চোখে পড়ে ৷ এদিন তপন ব্লকের বালাপুর থেকে বালুরঘাট পর্যন্ত দীর্ঘ 17 কিলোমিটার রাস্তায় এই প্রতিবাদ মিছিল করা হয় ৷ মিছিলে যাঁরা গরু বা মোষের গাড়িতে জায়গা পাননি, তাঁদের বাহন ছিল সাইকেল ৷ পেট্রলের দাম বাড়ায় ইদানীং যার কদর বেড়েছে ভালই ৷
আরও পড়ুন :Madan Mitra : গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদনের
এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার-সহ অন্য নেতারা ৷ পাশাপাশি, এদিনের এই প্রতিবাদ মিছিল থেকেই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে প্রচার শুরু করে দেওয়া হয় ৷ মিছিল শেষে বালুরঘাট বাসস্ট্যান্ডের কাছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয় ৷
আরও পড়ুন :Petrol Price Hike : পেট্রলের ছ্যাঁকায় ছন্দে ফিরছে রায়গঞ্জের সাইকেল ব্যবসা
তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরীশ সরকার এদিনের কর্মসূচি সম্পর্কে বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্যই দেশজুড়ে মহার্ঘ্য হচ্ছে পেট্রল, ডিজেল ৷ তার প্রতিবাদ জানাতেই গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করা হল ৷ এছাড়া, প্রত্যেকবার একুশে জুলাইয়ের প্রচারে বাইক মিছিল করা হয় ৷ কিন্তু এবার করোনা আবহে সেটা সম্ভব নয় ৷ তাছাড়া, পেট্রলের যা দাম, তাতে বাইক চালানোই কার্যত বন্ধ করে দিয়েছে আমজনতা ৷ এই অবস্থায় তাই সাইকেলে চড়েই একুশে জুলাইয়ের প্রচারও সেরে ফেলা হল ৷’’