বালুরঘাটের জনসভা করল তৃণমূল - trinamool started public meeting
সামনে বিধানসভা ভোট । আর তাই দেরি না করে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল তৃণমূল। কোরোনা আতঙ্ককে দূরে ঠেলে কর্মীসভার পাশাপাশি এবার জনসভাও শুরু করল তৃণমূল।
![বালুরঘাটের জনসভা করল তৃণমূল trinamool started public meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9431918-312-9431918-1604503893972.jpg)
বালুরঘাট, 4 নভেম্বর: আসন্ন বিধানসভা নির্বাচন । তাই সেই নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল তৃণমূল। কর্মিসভার পাশাপাশি এবার জনসভা শুরু করল তৃণমূল। বুধবার বিকেলে বালুরঘাট ব্লক তৃণমূলের পক্ষ থেকে মাহিনগর হাজিপুর এলাকায় জনসভা করা হল। এদিনের জনসভায় হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস, সহ সভাপতি বিপ্লব খাঁ, যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি, বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ কুমার সরকার, তৃণমূল নেতা বিপ্লব মিত্র, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন বালুরঘাট ব্লকের11 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল প্রধান এবং অঞ্চল সভাপতিরা এদিনের জনসভায় হাজির ছিলেন।
2021-র বিধানসভা নির্বাচনের একরকম ডঙ্কা বেজে গেছে। আগামী 9 নভেম্বর নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন ব্লক তৃণমূলের পক্ষ থেকে বালুরঘাটের মাহিনগর এলাকায় জনসভার আয়োজন করা হয়। এতদিন পর্যন্ত ছোটো ছোটো সভার মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছিল তৃণমূল। এবার জনসভার মাধ্যমে আরও বেশি লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তৃণমূল।
2019-র লোকসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভায় তৃণমূল BJP-র থেকে অনেকটাই পিছিয়ে ছিল। এখান থেকে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছিল বিজেপি। এদিকে লোকসভা নির্বাচনে হারের সেই ক্ষত এখনো দগদগে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে। তাই 2019-র লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
এবিষয়ে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি অরূপ কুমার সরকার বলেন," আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এদিনের এই জনসভার আয়োজন। যারা BJP-তে ছিল তাদের মোহভঙ্গ হয়েছে। সেক্ষেত্রে সেইসব মানুষ আবার ফিরছেন। অনেক পঞ্চায়েত প্রধান যারাBJP-তে ছিলেন তারাও তৃণমূলে যোগদান করছেন। এর ফলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত।"