বালুরঘাট, 12 এপ্রিল:তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাদ শনকইর এলাকার মিশনপাড়া গ্রামে দণ্ডি কাণ্ডে নির্যাতিতা তিন মহিলার সঙ্গে দেখা করতে বুধবার গ্রামে এলেন আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দেবু টুডু ও আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা ৷ তাঁদের সঙ্গে ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ললিতা টিগ্গা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু-সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা । এদিন নির্যাতিতা তিন মহিলার সঙ্গে কথা বলছেন দেবু টুডু-সহ অন্যান্য জেলা নেতৃত্বরা ৷ এদিকে ওই গ্রামে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে । যে কোনও বড় ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার থেকে পুলিশ পিকেটিং রয়েছে চকবলিরাম মিশনপাড়া গ্রামে ।
এদিন দণ্ডি কাটার ঘটনায় নির্যাতিতা আদিবাসী মহিলা শিউলি টুডু জানান, তৃণমূলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দিয়েছে । পাশাপাশি ঘটনায় প্রাক্তন মহিলা তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে পদ থেকে সরানো খুশি বলে জানান তিনি । তৃণমূল আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেবু টুডু বলেন, "আদিবাসী মহিলাদের সঙ্গে অন্যায় হয়েছিল ৷ তাই তাদের সঙ্গে দেখা করে গেলাম ৷ পাশে থাকার আশ্বাস দিয়েছি ।" দোষীদের শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, "তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তৃণমূল সুপ্রিমো তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছেন ।" যদিও এই ঘটনায় বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার অভিযোগ করেন, আদিবাসী মহিলাদের সঙ্গে গুরুতর অন্যায়ের বিষয়টি ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা চলছে ।