বালুরঘাট, 27 মে : লকডাউনে ভিনরাজ্যে আটকে দক্ষিণ দিনাজপুর জেলার অনেক শ্রমিক । তাঁদের ফেরানোর দাবিতে জেলাশাসককে আবার ডেপুটেশন দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও 12 জুলাই কমিটি । গতকাল জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় । সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের কংগ্রেস এবং বিভিন্ন বাম দলের শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন ।
পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবিতে DM-কে ডেপুটেশন শ্রমিক সংগঠনগুলির - trade unions submit deputation to DM
বালুরঘাট সহ অন্যান্য ব্লকগুলিতে একই কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন CITU জেলা সম্পাদক গৌতম গোস্বামী, UTUC -র জেলা সম্পাদক বিমলেন্দু সরকার । পাশাপাশি TUCC-র জেলা সম্পাদক সুব্রত দাস, INTUC-র জেলা সভাপতি মৃন্ময় গুহ, 12 জুলাই কমিটির আহ্বায়ক জয়ন্ত চন্দ এবং RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি সহ অন্যান্য নেতা-কর্মীরা ।
বালুরঘাট সহ অন্যান্য ব্লকগুলিতে একই কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন CITU জেলা সম্পাদক গৌতম গোস্বামী, UTUC -র জেলা সম্পাদক বিমলেন্দু সরকার । পাশাপাশি TUCC-র জেলা সম্পাদক সুব্রত দাস, INTUC-র জেলা সভাপতি মৃন্ময় গুহ, 12 জুলাই কমিটির আহ্বায়ক জয়ন্ত চন্দ এবং RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি সহ অন্যান্য নেতা-কর্মীরাও।
প্রসঙ্গত, লকডাউনে দক্ষিণ দিনাজপুরের কয়েক হাজার শ্রমিক ভিনরাজ্যে আটকে আছেন । এখনও পর্যন্ত প্রায় 14হাজার পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন । অভিযোগ, বাকি পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতে চাইলেও তাঁদের ফেরানোর কোনও ব্যবস্থা করা হচ্ছে না । পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও 12 জুলাই কমিটি । পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবির পাশাপাশি তাঁদের কোরোনা টেস্ট করা, বিনামূল্যে রেশন ব্যবস্থা, কর্মহীন শ্রমিকদের অনুদান, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা এবং শ্রমিকদের কর্মসংস্থান সহ মোট সাত দফা দাবি জানায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের বিভিন্ন শাখা সংগঠন । গতকাল বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ করে তারা ।
RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি জানান, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য সরকার একরকম এবং কেন্দ্র সরকার একরকম কথা বলছে । পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বিষয়ে এক সিদ্ধান্তে আসতে হবে সরকারকে ।