পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চালু হবে টয়ট্রেন, ডিসেম্বরে পর্যটন মেলা গঙ্গারামপুরে - Gangarampur kaldighi tourism fair

পর্যটন শিল্পে জোর দিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পর্যটন মেলা । চালু হবে টয়ট্রেনও ।

গঙ্গারামপুরের কালদিঘি

By

Published : Nov 15, 2019, 6:56 PM IST

বালুরঘাট, 15 নভেম্বর : জেলায় শিল্প বলতে ধান আর পাট । রাজ্যের পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুরে সেভাবে আর কিছুই নেই । অর্থনৈতিক অবস্থা ও বেকার সমস্যার কথা মাথায় রেখে কয়েকবছর আগে বামেদের আমলে উদ্যোগ নেওয়া হয় পর্যটন শিল্পের । তৈরি করা হয়েছে টুরিস্ট লজ, পিকনিক স্পট, আনা হয় হরেকরকম পাখি । গাছ লাগিয়ে পার্কের সৌন্দর্যায়নও করা হয় । কিন্তু তাতে কী, সরকার ঘুরলেই সেই সব জায়গা পরিণত হয় জঙ্গলে । পর্যটন তো দূর, এলাকাবাসীও ঢোকা বন্ধ করে দেয় সেখানে । 2015 সালে গঙ্গারামপুর পৌরসভায় তৃণমূল আসলে এই কালদিঘি পার্ক ফের সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, পর্যটক টানতে বসানো হয় টয়ট্রেন । কিন্তু তারপরও বন্ধ এর পরিষেবা । টয়ট্রেন বসালেও পর্যটন শিল্প উন্নয়নে আদৌ কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর ।

গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান প্রশান্ত মিত্র এই কালদিঘি পার্কের সৌন্দর্যায়নে উদ্যোগ নিয়েছিলেন । কালদিঘিতে পর্যটন টানতে সেসময় বসানো হয় টয়ট্রেনও । কিন্তু সময়ের সঙ্গে তাও বন্ধ হয়ে যায় । 26 অগাস্ট চেয়ারম্যান পদে অমলেন্দু সরকার আসলে তিনি আবার পুরো পার্কটি নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন । তিনি জানিয়েছেন, আসছে ডিসেম্বর সেখানে পর্যটন মেলারও আয়োজন করা হচ্ছে । যাতে জেলার পর্যটন শিল্পকে উজ্জীবিত করা যেতে পারে ।

গঙ্গারামপুরের কালদিঘি

এবিষয়ে, স্থানীয় বাসিন্দা শক্তি রায় বলেন, "কালদিঘি পার্কে ট্রয়ট্রেন খুব তাড়াতাড়ি চালু হলে পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, আমাদেরও ভালো লাগবে । আমরা চাই খুব তাড়াতাড়ি এই টয় ট্রেন চালু হোক । প্রশাসন থেকে যেন খুব তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় ।"

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "এই কালদিঘি পার্কে বিভিন্ন রাস্তাঘাট ঠিক করা বাকি এখনও । এই মাসের শেষের দিকে এই টয়ট্রেন চালু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা গঙ্গারামপুর কালদিঘি এলাকায় পর্যটন উৎসব করব । সমস্ত জেলার মানুষ এবং জেলার বাইরে প্রচুর মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবে বলে আশাবাদী আমরা । পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details