পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেড়ে চলেছে টোটোর দৌরাত্ম্য, বুনিয়াদপুর পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ - municipality

2017 সালে পৌরসভা হয় বুনিয়াদপুর ৷ কিন্তু এখনও পর্যন্ত টোটো নিয়ে কেউ কোনও চিন্তা ভাবনা করেনি ৷ এই অভিযোগ তুলে ক্ষোভপ্রকাশ করল বাসিন্দারা ৷

টোটো

By

Published : May 1, 2019, 1:07 PM IST

বংশীহারী, 1 মে : বুনিয়াদপুর পৌরসভা এলাকায় দিন দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা ৷ বাড়ছে টোটোর দৌরাত্ম্য ৷ প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

2017 সালে পৌরসভা হয় বুনিয়াদপুর ৷ কিন্তু এখনও পর্যন্ত টোটো নিয়ে কেউ কোনও চিন্তা ভাবনা করেনি ৷ এই অভিযোগ তুলে সরব হয়েছে বাসিন্দারা ৷ বুনিয়াদপুর পৌরসভার 512 নম্বর রাজ্য সড়কে প্রতিদিন প্রচুর টোটো চলার জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ এরফলে সমস্যায় পড়তে হয় মানুষকে ৷ এলাকাবাসীরা পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণকে এই বিষয়ে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷

বুনিয়াদপুর পৌরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব কর্মকার বলেন, "বুনিয়াদপুর শহর জুড়ে রিকশার বদলে টোটো আসার ফলে অনেক সুবিধার পাশাপাশি অসুবিধাও হয়েছে ৷ অসুবিধাটাই সবথেকে বেশি হয়েছে ৷ কারণ প্রতিদিনই টোটো চলার জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় ৷ প্রশাসন থেকে আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি ৷ আমরা চাই বুনিয়াদপুর পৌরসভা থেকে এর ব্যবস্থা করা হোক ৷"

বুনিয়াদপুর পৌরসভার অন্য এক বাসিন্দা অনুপ সরকার বলেন, "পৌরসভার উচিত প্রতিটি টোটোকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির নম্বর দিয়ে দেওয়া ৷ কারণ টোটো চালকরা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করলে অভিযোগ জানানোর জন্য লাইসেন্স নম্বর দেখে অভিযোগ করা যেতে পারে ৷ কিন্তু পৌরসভা থেকে যদি এই লাইসেন্সের কোনও ব্যবস্থা না করে তাহলে রাস্তায় কোনও বিপদ হলে আমরা কাকে অভিযোগ জানাব । সেই কারণে আমরা চাই, পৌরসভা থেকে ব্যবস্থা করুক অতিসত্বর ।"

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণ বলেন, আমি খুব তাড়াতাড়ি বোর্ড মিটিং করে এই নিয়ে কী ব্যবস্থা করা হয় তার চেষ্টা করছি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details