পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলায় RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ - Toto drivers showed agitation in demand of extention of date

RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানো ও কী ভাবে সরকারি সুবিধায় ই-রিকশা কিনতে পারবেন টোটো চালকরা, এই দাবিতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালক ।

টোটো

By

Published : Aug 29, 2019, 11:45 PM IST

বালুরঘাট, 29 অগাস্ট : RTO নম্বরহীন টোটো বন্ধের সময়সীমা বাড়ানো ও কী ভাবে সরকারি সুবিধায় ই-রিকশা কিনতে পারবেন টোটো চালকরা, এই দাবিতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত টানা জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক টোটো চালক । ভবন ঘেরাওয়ের পাশাপাশি রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তাঁরা । এরপর নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকদের কাছে । সকাল এগারোটায় শুরু হয়ে বিক্ষোভ চলে বিকেল সাড়ে চারটে পর্যন্ত । পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ অবরোধ ওঠে ।

বালুরঘাট পৌরসভার অনুমোদিত শহর ও শহরাঞ্চলের মোট 1130 টি টোটো রয়েছে । এর মধ্যে কিছু TIN নম্বর দেওয়া আছে এবং বাকিতে BM ও BM-1 নম্বর দেওয়া আছে । বালুরঘাট ব্লক সহ গোটা জেলাজুড়ে টোটোর সংখ্যা কমপক্ষে 10 থেকে 15 হাজার । দিনদিন এই সংখ্যাটা আরও বাড়ছে । বর্তমানে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে । এরপরই ফের নতুন করে টোটো বন্ধের জন্য নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন ।

প্রায় মাস চারেক আগে জেলা আঞ্চলিক পরিবহন কেন্দ্রের পক্ষ থেকে প্রথমবার নির্দেশিকা জারি করা হয় । যেখানে বলা হয়েছিল, বালুরঘাট পৌরসভার অনুমোদিত যেসব টোটোর TIN ও BM নম্বর রয়েছে তাদের টোটোর পরিবর্তে ই-রিকশা কিনতে হবে । এবং ই-রিকশাতে RTO নম্বর লাগাতে হবে । 31 মে-র মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে হবে নির্দেশিকায় উল্লেখ ছিল । তবে সে সময় লোকসভা নির্বাচন চলায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায় । লোকসভা নির্বাচন পার হতেই জুলাই মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফের নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয় । যেখানে বলা হয় 1 সেপ্টেম্বরের মধ্যে টোটোর বদলে ই-রিকশা চালাতে হবে । পরিবহন দপ্তরের নির্দেশ অনুসারেই 1 তারিখ থেকে টোটো বন্ধ করতে হবে বলে জানানো হয় ।

জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ

কথা মতো আগামী মাস থেকেই টোটোর বদলে রাস্তায় দেখা যাবে ই-রিকশা । ইতিমধ্যে বেশ কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে টোটো বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে । আগামী মাসের প্রথম থেকেই টোটো বন্ধে ধরপাকড় শুরু করবে প্রশাসন । এদিকে পুজোর আগে জেলা প্রশাসনের এমন নির্দেশিকায় অস্বস্তিতে পড়েছেন জেলার টোটো চালকরা । এই অবস্থায় টোটো চালকরা জেলা প্রশাসনের কাছে আরও কিছু সময়ের আবেদন জানিয়েছেন । টোটো বন্ধের সময়সীমা যাতে বাড়ানো যায় এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও সরব হয়েছেন । ইতিমধ্যে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা । আজ সকালে গঙ্গারামপুর রামপুর ফুলবাড়ি এলাকার প্রায় 300-400 টোটো চালক জেলা প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন ।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details