বালুরঘাট, ১৫ জুন : বাড়ি বাড়ি রাজনৈতিক চিতা সাজানোর হুঁশিয়ারি বালুরঘাটের TMCP নেতার । তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সেখানেই ABVP-র বিরুদ্ধে হুঁশিয়ারি দেন TMCP-র বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী ।
"রাজনৈতিক চিতা সাজানো হবে, ছারখার হবে ABVP"; হুঁশিয়ারি TMCP নেতার - tmcp threat
TMCP নেতার হুঁশিয়ারি, ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে, যেখানে ABVP ছারখার হয়ে যাবে
রোহন বলেন, "ABVP সর্তক থেকো । তৃণমূল ছাত্র পরিষদ হাতে চুড়ি পরে বসে নেই । TMCP-র উপর হামলা হলে তারা রসগোল্লা খাওয়াবে না । এরপর ঘরে ঘরে রাজনৈতিক চিতা সাজানো হবে । যেখানে ABVP ছারখার হয়ে যাবে ।"
যদিও ABVP, TMCP নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ । ABVP জেলা সংযোজক অতনু দাস বলেন, "ABVP কে কী মারবে ? ওরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত । গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ওদের রাজ্য সভাপতি আক্রান্ত হয়েছে । ABVP আক্রমণ চালিয়েছে তার কোনও প্রমাণ দিতে পারবে না । আর আমরা তৃণমূল ছাত্র পরিষদের হুমকিকে ভয় পায় না ।"