পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জল জমলেও অভিষেকের সভা করতে তৎপর তৃণমূল কর্মীরা

গতকাল জেলাজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থানে প্রচুর জল জমেছে। যার জেরে চিন্তার ভাঁজ তৃণমূল কর্মী সমর্থকদের কপালে। তা সত্ত্বেও সভা করতে তৎপর তৃণমূল কর্মীরা।

জল

By

Published : Apr 10, 2019, 8:10 PM IST

বালুরঘাট, 10 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে আগামীকাল জনসভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার কুশমণ্ডি হারাহার মাঠে হওয়ার কথা সভাটি। প্রস্তুতিও তুঙ্গে। তবে গতকাল জেলাজুড়ে তুমুল ঝড়-বৃষ্টি হওয়ায় সভাস্থানে প্রচুর জল জমেছে। যার জেরে চিন্তার ভাঁজ তৃণমূল কর্মী সমর্থকদের কপালে।

কুশমণ্ডির হারাহার কৃষিজমির উপর তৈরি হয়েছে নির্বাচনী সভামঞ্চ। গতকাল সারারাত পাম্প মেশিন দিয়ে জল বের করে শুকনো করা হয় সভাস্থান। সভাস্থান কৃষিজমি হওয়া সত্ত্বেও জেলা তৃণমূল কর্মী ও যুব তৃণমূল কর্মী বালি ও ইটের গুড়ো দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আজ থেকেই পুলিশের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সভামঞ্চ থেকে ১৫০ মিটার দূরে ফসলের জমির উপর অস্থায়ী ভাবে কংক্রিটের হেলিপ্যাড তৈরি করা হয়েছে। যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ সভাস্থানে প্রবেশ করবে সেখানে ইট পেতে রাস্তা তৈরি করা হয়েছে। সাধারণ কর্মীদের জন্য গাড়ি পার্কিং থেকে শুরু করে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হবে সভাস্থনের বাইরে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, "আগামীকাল দুপুর দুটোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা করতে আসছেন। সভার শেষ মূহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আমি নিজে সভাস্থানে গিয়ে তদারকি করেছি। মঙ্গলবার সারাদিন বৃষ্টির কারণে সভাস্থানে জল জমে যায়। আমাদের কর্মীরা রাত দিন পরিশ্রম করে তা ঠিক করার চেষ্টা করছে।"

ABOUT THE AUTHOR

...view details