পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে, বালুরঘাট থানা ঘেরাও - তৃণমূল কর্মীসমর্থক

অভিযোগ, শুক্রবার রাতে বালুরঘাট থানা এলাকায় গৃহবধূকে স্থানীয় এক তৃণমূল কর্মী সমর্থক ধর্ষণ করে । ওই দিন রাতে নির্যাতিতার স্বামী ও অন্যান্যরা বাড়িতে ছিলেন না ৷ সেই সুযোগে ওই যুবক দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে । তারপর ওই মহিলাকে ধর্ষণ করে ।

ধর্ষণের অভিযোগ
ধর্ষণের অভিযোগ

By

Published : Aug 29, 2020, 7:39 PM IST

বালুরঘাট, 29 অগাস্ট : বালুরঘাটে আদিবাসী এক BJP মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে তির ধনুক নিয়ে শনিবার দুপুরে বালুঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ ৷ তাঁদের সঙ্গে বিক্ষোভে হাজির ছিলেন স্থানীয় BJP নেতৃত্বও । নির্যাতিতা ওই মহিলা স্থানীয় BJP র বুথ সভাপতির স্ত্রী বলে জানা গেছে ৷ অভিযুক্ত যুবককে অবিলম্বে গ্রেপ্তার না করলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে বিক্ষোভকারীরা জানান । ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ ।

অভিযোগ, শুক্রবার রাতে বালুরঘাট থানা এলাকায় গৃহবধূকে স্থানীয় এচক তৃণমূল কর্মী-সমর্থক ধর্ষণ করে । ওই দিন রাতে নির্যাতিতার স্বামী ও অন্যান্যরা বাড়িতে ছিলেন না ৷ সেই সুযোগে ওই যুবক দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে । তারপর ওই মহিলাকে ধর্ষণ করে । ওই যুবক খুনের হুমকি দেওয়ায় ওই গৃহবধূ চিৎকার করতে পারেননি । পরে স্বামী এলে তাঁকে পুরো বিষয়টি জানান । এরপর বিষয়টি জানাজানি হয় ৷

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক । ওই যুবককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । এদিকে বিক্ষোভকারীরা হাতে তির ধনুক নিয়ে বিক্ষোভ দেখায় ।

স্থানীয় BJP অঞ্চল মণ্ডল সভাপতি ফেলু রায় বলেন, ‘‘এমন ঘটনার পর দোষীদের শাস্তির প্রয়োজন । অভিযুক্তের শাস্তির দাবিতে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখাই আমরা । আজ এমন ঘটনা ওদের সঙ্গে হয়েছে । কাল অন্য কারও সঙ্গে হতে পারে । তাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ৷’’

এবিষয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, ‘‘ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে । কেউ তৃণমূলের নাম বলে দিলেই তো সে দলের হয় না । আইন আইনের পথে চলবে । তদন্ত করলেই আসল রহস্য বের হবে ।’’ বালুরঘাট লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘পুরো তৃণমূল দলটাই নোংরামিতে ভরে গিয়েছে । আগামী 24 ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।’’ বালুরঘাট DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র বলেন, ‘‘ একটি অভিযোগ আমাদের কাছে এসেছে । মামলা শুরু হয়েছে । আমরা শীগ্রই অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যবস্থা করছি ।’’

ABOUT THE AUTHOR

...view details