পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Welfare Committee : বালুরঘাটে চাইল্ড লাইনের চেয়ারম্যানকে সরানোর দাবিতে সরব তৃণমূল - BJP

দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা সিডাব্লুসি চেয়ারম্যান দেবাশিস মজুমদার ৷ তিনি বিজেপিতে যোগ দেন ভোটের আগে ৷ তার পর তিনি সরকারি পদের অপব্য়বহার করছেন বলে অভিযোগ ৷

tmc wants removal of south dinajpur cwc chairman
Child Welfare Committee : বালুরঘাটে চাইল্ড লাইনের চেয়ারম্যানকে সরানোর দাবিতে সরব তৃণমূল

By

Published : Sep 29, 2021, 6:05 PM IST

বালুরঘাট, 29 সেপ্টেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা সিডাব্লুসি (CWC)-এর চেয়ারম্যান পদ থেকে দেবাশিস মজুমদারকে অপসারণের দাবিতে সরব হল তৃণমূল কংগ্রেস । এদিন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পদের অপব্যবহার করার অভিযোগ জানাতে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক আয়েশা রানি এ-র দ্বারস্থ হয় বালুরঘাট শহর যুব তৃণমূল কংগ্রেস ।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে দেবাশিস মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন । সেই সময় দল বিরোধী কাজের অভিযোগে দেবাশিসকে সাময়িক বরখাস্ত করে তৃণমূল । এরপরই বিজেপিতে যোগ দেন তিনি ৷

আরও পড়ুন :Ashok K. Lahiri : বসন্তের ঝরা মুকুল নই, ঘাসফুলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক

কিন্তু জেলা চাইল্ড লাইনের চেয়ারম্যান পদে বহাল থেকে যান দেবাশিস মজুমদার । এখন তৃণমূলের অভিযোগ, সিডাব্লিউসি বোর্ড লাগানো গাড়ি নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড যুক্ত থাকছেন । এরই প্রতিবাদে এদিন জেলাশাসকের কাছে দেবাশিসের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় ।

বালুরঘাট শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মণ্ডল জানান, নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে দেবাশিস মজুমদার বিজেপিতে যোগদান করেন । কিন্তু তিনি সিডাব্লুসি চেয়ারম্যান হিসেবে সরকারি যে গাড়ি পেয়েছেন, সেই বোর্ড লাগানো গাড়ি করেই তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড করে চলেছেন । এর ফলে তিনি সরকারি পদের অপব্যবহার করছেন বলে মনে করে তৃণমূল কংগ্রেস । এই বিষয়ে সঠিক পদক্ষেপ করতে জেলাশাসককে লিখিত অভিযোগ জানানো হয়েছে ।

বালুরঘাটে চাইল্ড লাইনের চেয়ারম্যানকে সরানোর দাবিতে সরব তৃণমূল

আরও পড়ুন :Minakshi Mukherjee : মমতা বন্দ্যোপাধ্যায়কে 'টেম্পোরারি মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ মীনাক্ষীর

এই প্রসঙ্গে দেবাশিস মজুমদার বলেন, ‘‘এই মুহূর্তে আমি কোনও দলের কোনও পদে নেই । তাছাড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হিসেবে যে গাড়ি রয়েছে, তা সরকারি গাড়ি নয় । তা ভাড়া নিয়ে চলছি । তাছাড়া বোর্ড লাগানো অবস্থায় কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে ওই গাড়ি ব্যবহার করি না ।’’

আরও পড়ুন :North Bengal : বিজেপিতে ‘উত্তুরে’ হাওয়া, সুকান্ত কি পারবেন রাজ্য রাজনীতিতে উত্তরবঙ্গের ওজন বাড়াতে ?

ABOUT THE AUTHOR

...view details