গঙ্গারামপুর, 30 জুন : 100 দিনের কাজ সহ বাড়ি দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে । প্রতিবাদে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এলাকার ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি দেওয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে কাটমানি নেন নন্দনপুর এলাকার উপপ্রধান অমল সরকার । শুধু তাই নয়, 100 দিনের কাজের টাকাও দেওয়া হয়নি অনেককে । বারবার টাকা চেয়েও কোনও লাভ হয়নি বলে জানান স্থানীয়রা । শুক্রবার সমস্যার সুরাহা করতে উপপ্রধানের বাড়িতে যান স্থানীয়রা । উপপ্রধান তাঁদের আজ তৃণমূল পার্টি অফিসে আসতে বলেন । সেইমতো আজ সেখানে যান স্থানীয়রা । কিন্তু উপপ্রধান না আসায় ক্ষুব্ধ হন তাঁরা । পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।