পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কার্যালয়ে ডেকেও কাটমানির টাকা ফেরালেন না উপপ্রধান !

কাটমানি নেওয়ার অভিযোগ গঙ্গারামপুরের উপপ্রধানের বিরুদ্ধে । আজ তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ।

পার্টি অফিসের সামনে বিক্ষোভ

By

Published : Jun 30, 2019, 8:21 PM IST

গঙ্গারামপুর, 30 জুন : 100 দিনের কাজ সহ বাড়ি দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে । প্রতিবাদে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি দেওয়ার নাম করে এলাকার মানুষের কাছ থেকে কাটমানি নেন নন্দনপুর এলাকার উপপ্রধান অমল সরকার । শুধু তাই নয়, 100 দিনের কাজের টাকাও দেওয়া হয়নি অনেককে । বারবার টাকা চেয়েও কোনও লাভ হয়নি বলে জানান স্থানীয়রা । শুক্রবার সমস্যার সুরাহা করতে উপপ্রধানের বাড়িতে যান স্থানীয়রা । উপপ্রধান তাঁদের আজ তৃণমূল পার্টি অফিসে আসতে বলেন । সেইমতো আজ সেখানে যান স্থানীয়রা । কিন্তু উপপ্রধান না আসায় ক্ষুব্ধ হন তাঁরা । পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

খবর পেয়ে তৃণমূল পার্টি অফিসে যায় গঙ্গারামপুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । উপপ্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বলে পুলিশ । পাশাপাশি BDO-র কাছে একটি অভিযোগ জানাতে বলা হয় বিক্ষোভকারীদের ।

এবিষয়ে উপপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু ফোন সুইচড অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি । বিক্ষোভকারীদের এখন দাবি, যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে যেন তাঁদের পাওনা দিয়ে দেওয়া হয় ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কাটমানি নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকী, কোনও তৃণমূল নেতা কাটমানি নিয়ে থাকলে তা ফেরত দেওয়ার নির্দেশও দেন তিনি । তারপর থেকেই কাটমানিকে কেন্দ্র করে রাজ্যের জেলাগুলিতে বিভিন্ন ঘটনা সামনে আসছে ।

ABOUT THE AUTHOR

...view details