পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট কলেজে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - Balurghat college

বালুরঘাট কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ কলেজের সংসদ রুমের তালা ভাঙার অভিযোগ তৃণমূলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে অপর গোষ্ঠী ৷

Balurghat
Balurghat

By

Published : Jan 19, 2021, 8:28 PM IST

বালুরঘাট, 19 জানুয়ারী : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া পড়লো বালুরঘাট কলেজেও । বালুরঘাট কলেজের সংসদ রুমে তালা ভাঙ্গার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে অপর গোষ্ঠী ৷ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বালুরঘাট কলেজে বিক্ষোভ দেখানো হয় ৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে । দক্ষিণ দিনাজপুর জেলায় এতদিন জেলা সভাপতি ছিলেন অর্পিতা ঘোষ । সে সময় অর্পিতা ঘোষের অনুগামী তৃণমূল কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বালুরঘাট কলেজের ছাত্র রাজনীতি দেখভাল করতেন । কিন্তু, কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দেন ৷ পরবর্তীতে অর্পিতা ঘোষকে সরিয়ে তৃণমূল জেলা সভাপতি হন গৌতম দাস । অপরদিকে, অর্পিতা ঘোষ আবার নির্বাচনের আগে জেলা তৃণমূলের বিশেষ দায়িত্ব নিয়ে জেলায় ফিরে এসেছেন । সূত্রের খবর, এদিনের কলেজের গোলমাল এর নেপথ্যে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের অর্পিতা অনুগামী ও গৌতম অনুগামীদের ক্ষমতা দখলের দ্বন্দ্ব ।

আরও পড়ুন : মাসের শেষে তিনদিন বাস ধর্মঘট রাজ্যে

ছাত্র সংসদের সদস্য নীলাদ্রি সাহা বলেন, "রাতের অন্ধকারে কে বা কারা এসে সংসদ রুমের তালা ভেঙে মদ্যপান করেছে ।" বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন কলেজে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কলেজের প্রিন্সিপালকে অভিযোগ জানানো হয় । অপরদিকে, তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর সদস্য বিক্রম রায় বলেন, "ছাত্র সংসদের তালা ভাঙ্গার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । কলেজের ছাত্র নির্বাচন বন্ধ থাকায়, সংসদ রুম কলেজ কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে । যারা বিক্ষোভ দেখাচ্ছে, তাঁরা তৃণমূল ছাত্র পরিষদ নয় ৷ "দাদার অনুগামী" হতে পারে ।" এ বিষয়ে বালুরঘাট কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুন্ডু বলেন, "ছাত্র সংসদ ঘরের তালা ভাঙ্গার কোনও ঘটনা ঘটেনি । কলেজের ছাত্র নির্বাচন বন্ধ থাকায় কলেজ কর্তৃপক্ষ তালা মেরে রেখেছে । সেই তালাই আছে, কোনও তালা ভাঙ্গার ঘটনা হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details