বালুরঘাট, 19 জানুয়ারী : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া পড়লো বালুরঘাট কলেজেও । বালুরঘাট কলেজের সংসদ রুমে তালা ভাঙ্গার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে অপর গোষ্ঠী ৷ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বালুরঘাট কলেজে বিক্ষোভ দেখানো হয় ৷
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র নির্বাচন বন্ধ রয়েছে । দক্ষিণ দিনাজপুর জেলায় এতদিন জেলা সভাপতি ছিলেন অর্পিতা ঘোষ । সে সময় অর্পিতা ঘোষের অনুগামী তৃণমূল কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বালুরঘাট কলেজের ছাত্র রাজনীতি দেখভাল করতেন । কিন্তু, কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দেন ৷ পরবর্তীতে অর্পিতা ঘোষকে সরিয়ে তৃণমূল জেলা সভাপতি হন গৌতম দাস । অপরদিকে, অর্পিতা ঘোষ আবার নির্বাচনের আগে জেলা তৃণমূলের বিশেষ দায়িত্ব নিয়ে জেলায় ফিরে এসেছেন । সূত্রের খবর, এদিনের কলেজের গোলমাল এর নেপথ্যে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের অর্পিতা অনুগামী ও গৌতম অনুগামীদের ক্ষমতা দখলের দ্বন্দ্ব ।