পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NRC নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল, মুখোশ খুলে দেবে অমিত শাহ : লকেট - TMC on NRC

বুনিয়াদপুরে BJP-র সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দেবাশিস মিত্র সহ দক্ষিণ দিনাজপুরের BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার । বৈঠকে ইটাহার ,কুশমণ্ডি, কুমারগঞ্জ বিধানসভায় দলের সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷

লকেট

By

Published : Sep 24, 2019, 4:13 PM IST

বংশীহারী, 24 সেপ্টেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে BJP কার্যালয়ে হল সাংগঠনিক বৈঠক ৷ বৈঠকে যোগ দেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চ্যাটার্জি । বৈঠক শুরুর আগে তিনি বলেন, "রাজ্য জুড়ে NRC নিয়ে তৃণমূল সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ৷ এর জবাব দিতে আগামী 1 অক্টোবর রাজ্যে আসছেন অমিত শাহ ৷ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কাঁকর দিয়ে মাটির রসগোল্লা খাওয়াব , কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হবে ,কান ধরে উঠবস করানো হবে ৷ এখন সেই অমিত শা এবং মোদির কাছেই ছুটে যেতে হয়েছে তাঁকে । রাজ্যে তৃণমূলের অবস্থা খুবই খারাপ । NRC নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল । নোটবন্দির সময় ঠিক একই ভাবে মানুষকে ভুল বুঝিয়েছিল তৃণমূল । "

লকেট চ্যাটার্জি আরও বলেন, তৃণমূল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে ৷ আমরা BJP-র পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছি যাতে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকতে না পারে ৷ এছাড়াও প্রচুর রোহিঙ্গা এদেশে ঢুকে যাচ্ছে । NRC হলে কোনও হিন্দু নাগরিক পঞ্জি থেকে বাদ যাবে না, সেই কারণে আগামী 1 অক্টোবর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসছেন অমিত শাহ৷ তিনি রাজ্য সরকারের মুখোশ খুলে দেবেন । "

বুনিয়াদপুরে BJP-র সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দেবাশিস মিত্র সহ দক্ষিণ দিনাজপুরের BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার । বৈঠকে ইটাহার ,কুশমণ্ডি, কুমারগঞ্জ বিধানসভায় দলের সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details