বালুরঘাট, 10 জুন : নির্বাচনে BJP-র পোলিং এজেন্ট হয়েছিলেন । আর তাই এক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ঘটেছে বালুরঘাটের 1 নম্বর ওয়ার্ডের বড় রঘুনাথপুর এলাকায় ।
উজ্জ্বল কর্মকার নামে ওই BJP কর্মী লোকসভা নির্বাচনে বালুরঘাট BLRO অফিস বুথে BJP-র পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন । অভিযোগ, তারপর থেকেই উজ্জ্বলবাবুকে ফোনে হুমকি দেওয়া হত । গতরাতে তাঁর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী । ভাঙচুর চালানো হয় । দুষ্কৃতীদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র । কিন্তু প্রতিবেশীরা আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসায় চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনায় আতঙ্কিত উজ্জ্বলবাবু ও তাঁর পরিবারের সদস্যরা । রাতেই তিনি পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন । আজ দুপুরে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় BJP-র জেলা নেতৃত্ব ।