পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিরামপুর : দলবল নিয়ে দলীয় নেত্রীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

দলের নেত্রী মধুমিতা রায়কে মারধরের অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি ও জেলা পরিষদের মেন্টর সোনা পালের বিরুদ্ধে । মধুমিতা রায়ের অভিযোগ, সোনা পাল দুর্নীতি করে চলেছেন । এর প্রতিবাদ করায় দলবল নিয়ে সোনা পাল তাঁর উপর হামলা চালিয়েছে।

Harirampur
হরিরামপুর

By

Published : Jun 6, 2020, 12:53 PM IST

হরিরামপুর , 6 জুন : হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের নেত্রী মধুমিতা রায়ের বাড়িতে ভাঙচুর করে তাঁকে মারধরের অভিযোগ উঠল জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সোনা পালের বিরুদ্ধে । শুক্রবার সন্ধেয় হামলার ছবি প্রকাশ্যে এলে চাঞ্চল্য ছড়ায় । মধুমিতার অভিযোগ, পঞ্চায়েত সমিতির অনিয়ম নিয়ে প্রতিবাদ জানানোয় সোনা পাল দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন সোনা পাল । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে হরিরামপুর থানায়।

তৃণমূল সূত্রে খবর , এক সময় দক্ষিণ দিনাজপুরের সেরা রাজনৈতিক সংগঠক বলে পরিচিত বিপ্লব মিত্র ঘনিষ্ঠ মধুমিতা রায় নির্বাচনে দাঁড়িয়ে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হন । সোনা পাল তৃণমূলে এসে জেলার কার্যকরী সভাপতি ও জেলা পরিষদের মেন্টরের পদে বসেন ।

মধুমিতার অভিযোগ , দিনের পর দিন তাঁকে তোয়াক্কা না করে সোনা পাল অগাধ অনিয়ম করে চলেছেন । তিনি প্রতিবাদ করায় গতকাল পরিকল্পনা করে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। মধুমিতার দাবি , শুক্রবার প্রায় 16-17 জন যুবক হাতে আগ্নেয়াস্ত্র , বাঁশ নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয় । তাঁকে বেধড়ক মারধর করে । এমনকী , তাঁর আট বছরের ছেলেকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ । বাড়িতে ভাঙচুর চালিয়ে কয়েক ভরি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা ।

মধুমিতা রায় বলেন , “দুর্নীতির প্রতিবাদ করেছিলাম । সোনা পাল প্রথম থেকে পঞ্চায়েত সমিতিতে অনেক দুর্নীতি করছিলেন । প্রতিবাদ করায় শুক্রবার সন্ধেয় আমার উপর হামলা করা হয়েছে । গয়না লুটপাট করা হয়েছে । আমার ছোটো ছেলেকেও মারধর করেছে । সোনা পাল লোক পাঠিয়ে এইসব করলেন । আমি এর বিচার চাই । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তাঁকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় । যদি এর সঠিক বিচার না হয় , তাহলে আমি হরিরামপুর চৌমাথায় ধরনায় বসব ।”

এই বিষয়ে সোনা পাল বলেন , “আমি বালুরঘাটে সারাদিন ছিলাম । আমি কীভাবে হামলা করব ? এইসব মিথ্যা অভিযোগ তুলে রাজনীতির বাজার গরম করতে চাইছেন । পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মধুমিতা রায়ের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে । সেই কারণেই আমার বিরুদ্ধে এইসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে ।"

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ দাস বলেন , “খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি । তদন্ত শুরু করা হয়েছে ।”

স্থানীয় BJP সমর্থক পাপাই মণ্ডল জানান , তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে পঞ্চায়েত সমিতির সভাপতির উপর হামলা হয়েছে । তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details