বালুরঘাট, 9 এপ্রিল : সরকারি কর্মীরা নন, রেশনের কুপন বিলি করছেন তৃণমূল কর্মীরা ৷ এই অভিযোগ তুললেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।
লকডাউনের জেরে রোজগার বন্ধ হয়ে গেছে অনেকের । এমই অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার । দরিদ্রদের রেশন থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী । যাঁদের রেশন কার্ড নেই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে কুপন দিয়ে আসছেন সরকারি কর্মী বা জনপ্রতিনিধিরা । অভিযোগ, কুপন দেওয়ার দায়িত্ব সরকারি কর্মী বা জনপ্রতিনিধিদের উপর থাকলেও তা বিলি করছেন তৃণমূল নেতারা । বালুরঘাট ব্লকের পতিরাম, অমৃতখণ্ড সহ অন্য গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ধরা পড়েছে সেই ছবি আজ এই অভিযোগ করলেন বালুরঘাটের BJP সাংসদ ।
সুকান্তবাবু বলেন, " যে সব পরিবারের ডিজিটাল কার্ড নেই তাদের ক্ষেত্রে জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা করেছে ৷ তাদের একটি করে কুপন দেওয়া হবে । সেই টোকেন নিয়ে গেলে রেশন দোকান প্রয়োজনীয় সামগ্রী পাবে তারা । এটি জেলা প্রশাসনের একটি ভালো উদ্যোগ । এক্ষেত্রে সমস্ত সরকারি কর্মচারীরা এই কুপন বিলি করবেন । কিন্তু দেখা যাচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কুপনটা যখন বেরোচ্ছে তারপর তা স্থানীয় তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে । আর তারা সাধারণ মানুষের মধ্যে বিলি করছে । এমনকী টাকা পর্যন্ত নিচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা । এর সঙ্গে যুক্ত রয়েছে BDO সহ অন্য আধিকারিকরা । "
বালুরঘাটের BDO অনুজ শিকদার বলেন, "BJP -র অভিযোগ ভিত্তিহীন । দ্রুততার সঙ্গে আশা কর্মী এবং ICDS কর্মীদের দিয়েই কুপন বিলি করা হচ্ছে । "