পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 2 - তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে মৃত তৃণমূলকর্মী

জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুকদেবপুরে মৃত 2 তৃণমূল কর্মী ৷ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

মৃত পঞ্চায়েত সমিতির সভাপতিসহ 2 তৃণমূল কর্মী
মৃত পঞ্চায়েত সমিতির সভাপতিসহ 2 তৃণমূল কর্মী

By

Published : Jan 19, 2021, 8:25 PM IST

গঙ্গারামপুর, 19 জানুয়ারি : গঙ্গারামপুরের সুকদেবপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ মৃত দুই তৃণমূল কর্মী ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার 4 জন ৷

আরও পড়ুন : মাসের শেষে তিনদিন বাস ধর্মঘট রাজ্যে

মঙ্গলবার সকালে প্রথমে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, বিবাদ চলাকালীন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার (55) সঞ্জিত সরকার (32) নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালান ৷ ওই তৃণমূল কর্মীর মাথায় গুলি লাগে ৷ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে রেফার করা হয় ৷ সেখানেই মারা যান ওই যুবক ৷

আরও পড়ুন :23 জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত কেন্দ্রের, ফের দাবি মমতার

এরপর এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ফের অশান্তি শুরু হয় ৷ চলে মারপিট ৷ অভিযোগ, সেই সময় এলাকার দলীয় কার্যালয়-সহ কালিপদ সরকারের এক অনুগামীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় অন্য গোষ্ঠীর কর্মী-সমর্থকরা ৷ সংঘর্ষ চলাকালীনই জখম হন কালিপদ সরকার ৷ গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ খবর চাউড় হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পোঁছায় পুলিশ ও কমব্যাট ফোর্স । উল্লেখ্য, কালিপদ সরকার বিপ্লব মিত্র অনুগামী বলেই পরিচিত ছিলেন ৷ গঙ্গারামপুর হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছান বিপ্লব মিত্র ।

আরও পড়ুন : একুশে ভয়ঙ্কর খেলা হবে : অনুব্রত

ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ জানান, জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ঘটনায় তা ফের প্রমাণ হল ।

তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ বলেন, "পুলিশ পুলিশের মত নিরপেক্ষ তদন্ত করছে ৷ আসল সত্য উদঘাটিত হবে । এটা কোনওভাবেই গোষ্ঠী কোন্দল নয় ৷ পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে কেউ ছাড়া পাবে না ।"

আরও পড়ুন : আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে, দু'জায়গায় দাঁড়ালে চলবে না: শুভেন্দু

মৃত তৃণমূল কর্মী সঞ্জিত সরকারের মা বলেন, "আমার ছেলেকে সকালবেলা কালিপদ সরকার ও তাঁর লোকজন গুলি করে । আমি দোষীদের শাস্তি চাই ।"

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

ABOUT THE AUTHOR

...view details