গঙ্গারামপুর, 19 জানুয়ারি : গঙ্গারামপুরের সুকদেবপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ মৃত দুই তৃণমূল কর্মী ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার 4 জন ৷
আরও পড়ুন : মাসের শেষে তিনদিন বাস ধর্মঘট রাজ্যে
মঙ্গলবার সকালে প্রথমে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় ৷ অভিযোগ, বিবাদ চলাকালীন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিপদ সরকার (55) সঞ্জিত সরকার (32) নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালান ৷ ওই তৃণমূল কর্মীর মাথায় গুলি লাগে ৷ আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে রেফার করা হয় ৷ সেখানেই মারা যান ওই যুবক ৷
আরও পড়ুন :23 জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত কেন্দ্রের, ফের দাবি মমতার
এরপর এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ফের অশান্তি শুরু হয় ৷ চলে মারপিট ৷ অভিযোগ, সেই সময় এলাকার দলীয় কার্যালয়-সহ কালিপদ সরকারের এক অনুগামীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় অন্য গোষ্ঠীর কর্মী-সমর্থকরা ৷ সংঘর্ষ চলাকালীনই জখম হন কালিপদ সরকার ৷ গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ খবর চাউড় হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পোঁছায় পুলিশ ও কমব্যাট ফোর্স । উল্লেখ্য, কালিপদ সরকার বিপ্লব মিত্র অনুগামী বলেই পরিচিত ছিলেন ৷ গঙ্গারামপুর হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছান বিপ্লব মিত্র ।
আরও পড়ুন : একুশে ভয়ঙ্কর খেলা হবে : অনুব্রত