পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমির সীমানা দেওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, হাসপাতালে জখম 4

জমির সীমানা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওড় গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকার ঘটনা । ঘটনায় দু'পক্ষের 4 জন জখম হন । আহতদের বালুরঘাট হাসপাতালে চিকিৎসা চলছে ।

By

Published : Dec 19, 2019, 4:01 AM IST

TMC group clash
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

কুমারগঞ্জ, 19 ডিসেম্বর : জমির সীমানা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওড় গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকার ঘটনা । ঘটনায় দু'পক্ষের 4 জন জখম হন । আহতদের বালুরঘাট হাসপাতালে চিকিৎসা চলছে । তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেত্রী মাহমুদা বেগম । বিষয়টি পারিবারিক বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বর্তমান বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ।

শ্যামনগর এলাকার বাসিন্দা জয়নাল মণ্ডল ও নজরুল ইসলাম মণ্ডলের বাড়িতে বেড়া দেওয়া নিয়ে বুধবার ভোর থেকেই শুরু হয় বিবাদ । এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । দুই পক্ষেরই একে অপরকে বাঁশ, লাঠি নিয়ে মারধর করে । মহিলারাও সামিল হন সংঘর্ষে । স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলেও গুরুতর আহত হন চারজন । উভয় পক্ষের জয়নাল মণ্ডল, সুফিয়া বিবি, পারভিন মণ্ডল ও রেশমা বিবি আহত হয়েছেন । দুই পরিবারের তরফেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে । বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে ।

এ বিষয়ে কুমারগঞ্জ বিধানসভার বর্তমান তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল বলেন, "আমি এলাকায় ছিলাম না । এসে শুনলাম পারিবারিক বিবাদ । কেউ কেউ রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে ।"

ABOUT THE AUTHOR

...view details