বালুরঘাট, 9 এপ্রিল:আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর ঘটনায় সরিয়ে দেওয়া হল দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে ৷ তাঁর জায়গায় মহিলা তৃণমূল সভানেত্রী করা হয়েছে স্নেহলতা হেমব্রমকে । রবিবার সন্ধ্যায় বালুরঘাট পৌরসভার মিটিং হলে নতুন মহিলা জেলা সভানেত্রীকে সংবর্ধনা দেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার । এছাড়াও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা-সহ অন্যান্যরা ৷
তবে মহিলা সংগঠনের পদ থেকে সরানো হলেও প্রদীপ্তাকে এখনই দল থেকে বা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে সরানো হচ্ছে না বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে । নতুন মহিলা সভানেত্রীর বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম গ্রামে । এই গ্রাম আবার বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম । ওই গ্রামের আদিবাসী মহিলাকেই দলের শাখা সংগঠনের সভাপতির পদে বসিয়ে তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বলে মনে করা হচ্ছে ৷
উল্লেখ্য, স্নেহলতা হেমব্রম এর আগে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদকের পদে ছিলেন । আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রতিবাদ জানিয়েছেন তিনি । আগামী দিনে ওই মহিলাদের পাশে থাকার বার্তাও দেন ৷ দলের সিদ্ধান্ত মেনেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন স্নেহলতা ৷