পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Balurghat TMC: দণ্ডি কাটা বিতর্কের জেরে পদ খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল সভানেত্রী, আনা হল আদিবাসী মুখ - tmc changes woman wings district president

দণ্ডি কাটা বিতর্কের জেরে দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রদীপ্তা চক্রবর্তীকে ৷ তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন স্নেহলতা হেমব্রম ৷

ETV Bharat
স্নেহলতা হেমব্রম

By

Published : Apr 9, 2023, 10:36 PM IST

বালুরঘাট, 9 এপ্রিল:আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর ঘটনায় সরিয়ে দেওয়া হল দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে ৷ তাঁর জায়গায় মহিলা তৃণমূল সভানেত্রী করা হয়েছে স্নেহলতা হেমব্রমকে । রবিবার সন্ধ্যায় বালুরঘাট পৌরসভার মিটিং হলে নতুন মহিলা জেলা সভানেত্রীকে সংবর্ধনা দেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার । এছাড়াও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা-সহ অন্যান্যরা ৷

তবে মহিলা সংগঠনের পদ থেকে সরানো হলেও প্রদীপ্তাকে এখনই দল থেকে বা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে সরানো হচ্ছে না বলে জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে । নতুন মহিলা সভানেত্রীর বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম গ্রামে । এই গ্রাম আবার বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম । ওই গ্রামের আদিবাসী মহিলাকেই দলের শাখা সংগঠনের সভাপতির পদে বসিয়ে তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, স্নেহলতা হেমব্রম এর আগে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদকের পদে ছিলেন । আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রতিবাদ জানিয়েছেন তিনি । আগামী দিনে ওই মহিলাদের পাশে থাকার বার্তাও দেন ৷ দলের সিদ্ধান্ত মেনেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন স্নেহলতা ৷

এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার জানান, আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর ঘটনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে দলের শীর্ষ নেতৃত্ব ৷ তাই 24 ঘণ্টা কাটতে না কাটতেই ব্যবস্থা নেওয়া হল ৷ তৃণমূলে থেকে যারা দোষ বা অপরাধ করে দল তাঁদের রেয়াত করে না বলেও এদিন বার্তা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি ৷

আরও পড়ুন: রাজীব-অর্জুনদের কি দণ্ডি কেটে দলে ফিরিয়েছিল তৃণমূল ? প্রশ্ন দিলীপের

অন্যদিকে, এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "প্রদীপ্তা চক্রবর্তীকে পদ থেকে সরাবে কি সরাবে না সেটা তৃণমূলের বিষয় । আমাদের মূল দাবি ছিল আইনি ব্যবস্থা নেওয়া । প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে এসসি এসটি অ্যাক্ট অনুযায়ী । আমাদের মূল দাবি, আদিবাসী মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ৷"

উল্লেখ্য,বালুরঘাটের কয়েকজন আদিবাসী মহিলা বিজেপিতে গিয়েছিলেন বলে শুক্রবার রাতে তাঁদের দণ্ডি কাটিয়ে তারপর তৃণমূলে ফেরানো হয় বলে অভিযোগ ৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও জানিয়েছেন দল এই ধরনের ঘটনা সমর্থন করে না ৷

ABOUT THE AUTHOR

...view details