বালুরঘাট, 12 মে : বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম রয়েছে BPL সম মর্যাদার তালিকায় । দীর্ঘদিন ধরে সেই রেশন কার্ড থেকে তোলা হচ্ছে রেশন সামগ্রী । বাড়ির প্রায় সকলেই সরকারি কর্মী হওয়ার পরও কী করে সাংসদের নাম BPL সম মর্যাদার SPHH তালিকায় রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল । ইতিমধ্যেই তৃণমূলের সেই পোস্ট ভাইরালও হয়েছে । ঘটনায় আজ বিকেলে নিজস্ব বাস ভবনে সাংবাদিক সম্মেলন করেন বালুরঘাটের সাংসদ । তৃণমূল না জেনেশুনে নোংরা রাজনীতি করছে বলে পালটা দাবি করেন তিনি ৷
বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার । পেশায় তিনি অধ্যাপক । বাড়ি বালুরঘাট শহরের খাদিমপুর মাস্টারপাড়া এলাকায় । সুকান্তবাবু নিজে একজন সাংসদ ও অধ্যাপক, স্ত্রীও শিক্ষিকা, বাবা ও মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী । গত বছর সংসদ নির্বাচিত হবার আগে যথাক্রমে তিনি শিলিগুড়ি ও মালদাতে কর্মসূত্রে থাকতেন । এরপর তিনি বালুরঘাটের বাড়িতেই থাকা শুরু করেন ৷ রাজনৈতিক ব্যস্ততা ও দিল্লিতে যাতায়াতের কারণে বাড়িতে তেমন সময় দিতে পারেন না । সম্প্রতি, লকডাউন শুরু হতেই তিনি একেবারেই অন্যান্য মানুষের মতোই ঘরবন্দী হয়ে পড়েন । এরই মধ্যে তিনি তৃণমূলের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ তুলে বারবার করে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন । অভিযোগ, তৃণমূল পালটা সাংসদের রেশন কার্ডের ক্যাটাগরি নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় সরব হয় । সাংসদসহ পরিবারের অন্যান্যদের BPL সম মর্যাদার SPHH নাম রয়েছে । পরিবারের সকলে সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও কী করে BPL সম মর্যাদা রেশন কার্ড থাকে । এমন প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল । সেই বিষয়েই আজ সাংবাদিক সম্মেলন করেন বালুরঘাটের সাংসদ ।