বংশীহারী, 4 জানুয়ারি : স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র তুলে দেওয়া হল ছাত্র-ছাত্রীদেরহাতে ৷ 2 জানুয়ারি, পুস্তক বিতরণী দিবসের দিন বই দেওয়ার পাশাপাশিদক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বংশীহারী হাইস্কুলের মোট 169 জন ছাত্র-ছাত্রীকে এই পরিচয়পত্র দেওয়া হয়৷
e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হল ছাত্র-ছাত্রীদের - ID card provide to school students
বুনিয়াদপুরের বংশীহারী হাইস্কুল । এবার স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল পরিচয়পত্র।
বংশীহারী হাইস্কুলে এতদিন পর্যন্ত হাতে লিখেই সমস্ত কাজকর্ম চলত । কিন্তু এবার থেকে স্কুল শিক্ষা দপ্তরের e-পোর্টালের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবেছাত্র-ছাত্রীদের ৷ নাম, জন্ম তারিখ, বাবার নাম ও স্কুলের নাম ইত্যাদির উল্লেখ থাকবে এই পরিচয়পত্রে । বৃহস্পতিবার রাজ্যজুড়ে পুস্তক বিতরণী দিবস পালিত হয় । এদিন বংশীহারীস্কুলে বই দেওয়ার পাশাপাশি ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণীতে নতুন ভরতি হওয়া ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র দেওয়া হয় ৷ স্কুলের এই উদ্যগে খুশি স্কুল ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। রঞ্জন মৈত্র নামে এক অভিভাবক বলেন, "পরিচয়পত্র দেওয়া খুব ভাল উদ্যোগ ৷ বিপদ আপদে এই পরিচয় পত্রই আমাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করবে। স্কুলশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ জানাই ৷"
বংশীহারী হাই স্কুলের প্রধান শিক্ষক অলোক সরকার জানান, 2020 শিক্ষা বর্ষের বুক ডে-তে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভরতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হবে । তার সঙ্গে থাকবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ।