পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশকে দর্শক করে তিন চোরকে গণধোলাই - বুনিয়াদপুরে তিন চোরকে গণপ্রহার স্থানীয়দের

বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় স্থানীয় এক বাসিন্দা সচিন পালের বাড়ি থেকে টোটোর ব্যাটারি, চার্জার চুরি যায় । স্থানীয় এক যুবকের উপর সকলের সন্দেহ হয় ৷ এরপর যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও দু‘জনের নাম উঠে আসে ৷ তিনজনকেই দড়ি দিয়ে বেঁধে চলতে থাকে গণধোলাই ৷

তিন চোরকে গণধোলাই
তিন চোরকে গণধোলাই

By

Published : Jun 14, 2021, 4:39 PM IST

বংশীহারি, 14 জুন : বুনিয়াদপুর পৌরসভার পালপাড়া এলাকায় চোর সন্দেহে তিন জনকে গণধোলাই স্থানীয়দের ৷ টোটোর ব্যাটারি চুরির অভিযোগে পুলিশের সামনেই চলল এই গণপ্রহার ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশকে একাধিকবার বলেও কোনও লাভ না হওয়াতেই এই গণপিটুনি ৷

গত প্রায় একমাস ধরে বুনিয়াদপুর পৌরসভা এলাকায় চুরির ঘটনা লেগেই আছে ৷ কখনও বিভিন্ন দোকান থেকে চুরি, আবার কখনও গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী ৷ এলাকার লোকজন পুলিশের উপর কার্যত বিরক্ত হয়ে পড়ছিল ৷ বংশীহারি থানার পুলিশ বিভিন্ন এলাকায় রাতে টহল দিলেও কী করে এমন ঘটনা বারবার ঘটছে, তা নিয়েই উঠছিল প্রশ্ন ৷ একাধিকবার পুলিশে অভিযোগ করেও কোনও ফল হয়নি ৷

পুলিশের সামনেই চলল এই গণপ্রহার

এই অবস্থায় রবিবার রাতে বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় স্থানীয় এক বাসিন্দা সচিন পালের বাড়ি থেকে টোটোর ব্যাটারি, চার্জার চুরি যায় । সকালে বিষয়টি নজরে আসতে, প্রদীপ সরকার নামে স্থানীয় এক যুবকের উপর সকলের সন্দেহ হয় ৷ এরপর 21 বছর বয়সী ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও দু‘জনের নাম উঠে আসে ৷ তিনজনকেই দড়ি দিয়ে বেঁধে চলতে থাকে গণধোলাই ৷ খবর পেয়ে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদের সামনেই চলতে থাকে গণপিটুনি ৷ পরবর্তীতে তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ৷

আরও পড়ুন : ফের নদী চুরি চাঁচলে, বালি বোঝাই ট্র্যাক্টর আটক মহকুমাশাসকের

স্থানীয় বাসিন্দা তাপস পাল জানান, বেশ কিছুদিন আগে রশিদপুর এলাকায় চিত্ত চোকদারের বাড়িতে চুরি হয় । আগেও স্থানীয়রাই সেই চোরদের পুলিশের হাতে তুলে দেয় ৷ তাতেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । জানা গিয়েছে, ইতিপূর্বে বুনিয়াদপুরে চুরির ঘটনায় বংশীহারি থানার পুলিশ প্রদীপ সরকার নামে 18 বছরের এক যুবককে বালুরঘাটের শুভায়ন হোমে রাখে ৷ কিন্তু সেখান থেকেও পরবর্তীতে যুবক পালিয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details