বালুরঘাট, 28 অক্টোবর : চুরির সামগ্রী সহ এক বাংলাদেশি সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতদের নাম মিঠুন দাস(28), অলোক দাস(27) ও আরমান আলি(18) । পুলিশ তাদের কাছ থেকে একটি টোটো সহ পাঁচটি চুরির মোবাইল ও সোনা-রুপোর গয়না উদ্ধার করে । ধৃতদের আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।
বালুরঘাটে গ্রেপ্তার বাংলাদেশি সহ 3 দুষ্কৃতী, উদ্ধার চুরির সামগ্রী - বালুরঘাটের খবর
গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ মঙ্গলপুর এলাকায় হানা দেয় । সেই সময় তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।
DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র বলেন, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ মঙ্গলপুর এলাকায় হানা দেয় । সেই সময় তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচটি চুরির মোবাইল ও সোনা-রুপোর গয়না । এছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি টোটো ।
জিজ্ঞাসাবাদে পর পুলিশ জানতে পারে ধৃত তিনজনের মধ্যে একজন বাংলাদেশি । নাম আরমান আলি । বাড়ি বাংলাদেশের সৈয়দপুরে । আরমান কয়েক মাস আগে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে । এরপর হিলি শ্মশান এলাকায় সে বসবাস করত । মিঠুন দাস ও অলক দাসের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্তবর্তী হিলির বৈকন্ঠপুর ও মথুরাপুরে ।