পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে 300 আশা কর্মীর যোগদান তৃণমূলে - তৃণমূল

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার 300 জন আশা কর্মী যোগ দিলেন তৃণমূলে ।

ছবি
ছবি

By

Published : Jun 10, 2020, 10:03 AM IST


গঙ্গারামপুর, 10 জুন : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার আশা কর্মীরা তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হলেন। গতকাল গঙ্গারামপুর শহরের দেবীকোট ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 11টি গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীদের তৃণমূল শ্রমিক সংগঠনে যুক্ত করে কমিটি গঠন করা হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার, পৌর প্রশাসক বোর্ডের সদস্য অশোক বর্ধন, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিঠু জোয়াদ্দার,আশাকর্মী কো-অর্ডিনেটর অর্চনা বিশ্বাস, বিপ্লব মণ্ডল সহ আরও অনেকে ।


2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা তৃণমূল নেতৃত্ব এখন থেকেই তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করা শুরু করে দিয়েছে । এতদিন পর্যন্ত আশা কর্মীরা তেমনভাবে কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না । গতকাল বড় আকারে ব্লকের প্রায় 300 আশা কর্মীরা উপস্থিত থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন । গঙ্গারামপুর ব্লকে যেহেতু তিনটি বিধানসভার মধ্যে রয়েছে তাই আশা কর্মীদের বিধানসভা ভিত্তিক কমিটি তৈরি করা হয় । গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল সমর্থিত আশাকর্মী সংগঠনের সম্পাদিকা হয়েছেন অর্চনা বিশ্বাস, কুমারগঞ্জ বিধানসভার ক্ষেত্রে সম্পাদিকা হয়েছেন উলিদা খাতুন, কুশমণ্ডি বিধানসভার সম্পাদিকা হয়েছেন রিতা রানি মালো । নিজেদের অধিকার রক্ষা ও আগামী বিধানসভার ক্ষেত্রে নিজেদের অধিকার রক্ষা ও আগামী বিধানসভা নির্বাচনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নেন তাঁরা ।

এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার জানান, “গঙ্গারামপুর ব্লকে বিভিন্ন গ্রামে যে সমস্ত আশা কর্মীরা আছে তাঁদের সবাইকে নিয়ে বসা হয়েছে দেবীকোট ভবনে । গঙ্গারামপুর ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার আশা কর্মীরা তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হলেন । এই সমস্ত আশা কর্মীদের অনেক বক্তব্য আছে, আমাদেরও বক্তব্য আছে । কারণ বিভিন্ন গ্রামে এই কোরোনা ভাইরাসের সময় তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অনবরত কাজ করে চলেছেন । এই জন্য তাঁদের আমি ধন্যবাদ জানাই গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে ।"

ABOUT THE AUTHOR

...view details