পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার বালুরঘাটের BJP সাংসদের বিরুদ্ধে মামলা পুলিশের - সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা

লকডাউন ভাঙায় ও মহকুমাশাসকের নির্দেশিকা না মানায় বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল পুলিশ।

police filed case against MP of Balurghat
সাংসদ

By

Published : Apr 29, 2020, 11:30 PM IST

বালুরঘাট, 29 এপ্রিল: লকডাউন ভেঙে রাস্তায় জমায়েত করার অভিযোগে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল দক্ষিণ দিনাজপুর পুলিশ। এদিকে, তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় আদালতে যেতে চলেছেন বলে জানিয়েছেন সুকান্তবাবু।

23 এপ্রিল হিলি সীমান্তে যাওয়ার পথে মঙ্গলপুর DAV স্কুলের সামনে ব্যারিকেড দিয়ে সাংসদ সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় পুলিশ। তখন সেখানেই অবস্থান বিক্ষোভে বসেন সাংসদ। প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবস্থান থেকে ওঠেন তিনি। সেই দিনই সদর মহকুমাশাসকের তরফে সাংসদকে চিঠি দিয়ে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়ার পরও তিনি ঠ্যাঙাপাড়া এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে যান। খবর পেয়ে বালুরঘাটে ফেরার পথে তপনের রামপুর দাঁড়াল মোড় এলাকায় ফের তাঁর পথ আটকায় পুলিশ। পরে এসকর্ট করে সাংসদকে বাড়ি পৌঁছে দেন পুলিশ কর্মীরা। এমনকী নজরদারির জন্য সাংসদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করে জেলা প্রশাসন। এরপর আজ সকালে বালুরঘাট ব্লকের হোসেনপুর এলাকায় BJP-র পক্ষ থেকে 700 পরিবারকে সবজি বিতরণ করা হয়। সেখানেও হাজির ছিলেন সুকান্তবাবু। সঙ্গে ছিলেন BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ সহ অন্যরা। এরপরই প্রশাসনের নির্দেশ অমান্য করে ত্রাণ দিতে বেরোনোর অভিযোগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

এই বিষয়ে সাংসদ বলেন, "পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ-প্রশাসন সংবিধানের কোন আইনে আমাকে 14 দিনের হোম কোয়ারানটিনের শাস্তি দিচ্ছে ! যতদূর জানি শাস্তি দেওয়ার অধিকার আছে আদালতের। বেআইনি কাজ করছে। আমরাও আদালতের দ্বারস্থ হব।"

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সাংসদ লকডাউন ভেঙেছেন। সদর মহকুমাশাসকের হোম কোয়ারানটিনের নির্দেশকে লঙ্ঘন করেছেন। সেই কারণে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details