পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"হার জিত তো আছেই", পরাজয়ের পর বলছেন অর্পিতা - bjp

দেশের জন্য BJP-র উত্থানকে হিটলারের জার্মানির সঙ্গে তুলনা করলেন অর্পিতা ঘোষ ।

ফাইল ফোটো

By

Published : May 24, 2019, 4:21 AM IST

Updated : May 24, 2019, 7:34 AM IST

বালুরঘাট, 24 মে : BJP প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হারার বিষয়কে পেশাদার রাজনীতিকের মতো নিচ্ছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ । প্রতিক্রিয়ায় তিনি বলেন, "হার কেমনভাবে দেখব ? হার জিত তো আছেই । গতবার আমি জিতেছিলাম, একজন হেরেছিল । এবার আমি হেরেছি, আর একজন জিতেছে ।"

নিজের হারের থেকেও দেশজুড়ে BJP-র ব্যাপক উত্থানের বিষয়টি তাঁকে বেশি ভাবাচ্ছে । একথা উল্লেখ করে তিনি বলেন, "দেশের জন্য BJP-র এই উত্থানকে আমি ভয়ঙ্করভাবে দেখছি । আমার মনে হয় কোথাও যেন ভুল বুঝেছে মানুষ । যেমন হিটলার জার্মানি চালিয়েছেন তারই প্রতিফলন আগামীদিনে দেখা যাবে । যা দেশের জন্য খুবই বিপজ্জনক ।"

ভিডিয়োয় শুনুন অর্পিতা ঘোষের বক্তব্য

গঙ্গারামপুর, তপন, বালুরঘাটে কী সমস্যা হল ? অর্পিতা ঘোষ বলেন, "বালুরঘাটে আমাদের পঞ্চায়েত ভালো হয়নি । কিন্তু গঙ্গারামপুরে প্রায় সব কটি পঞ্চায়েত আমাদের । তারপরও কেন হার তা নিয়ে একটি পর্যালোচনার দরকার আছে । তপনের 8 টি বালুরঘাটের অঞ্চল আছে, যেখানে আমাদের লোকসান হয়েছে । এছাড়া বালুরঘাট, গঙ্গারামপুর টাউন এলাকায় আমাদের লোকসান হয়েছে ।"

রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্তর্ঘাতের কারণেই হেরেছেন অর্পিতা । এনিয়ে অর্পিতা বলেন, "এখনই কিছু বলা সম্ভব নয় । নিজেদের বসতে হবে । ঠিক কী হয়েছে তা আমাদের দেখতে হবে । শুধুমাত্র হিন্দু ভোটের একটি চোরাস্রোত বলে উড়িয়ে দিলে ভুল হবে ।"

Last Updated : May 24, 2019, 7:34 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details