বালুরঘাট, 20 নভেম্বর : জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ আজ বৈঠকটি হয় জেলাশাসকের দপ্তরে ৷ সেখানে উপস্থিত ছিলেনজেলাশাসক নিখিল নির্মল ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ জেলা পরিষদের 13 জন সদস্য ৷ এছাড়া ছিলেন মেন্টর শুভাশিস পাল ও বালুরঘাট পৌরসভার প্রশাসক শংকর চক্রবর্তী ৷ জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে থাকা টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা নিয়ে বৈঠকে আলোচনা হয় ৷
গতকাল গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক থেকে জেলার রিপোর্ট কার্ড খুবই খারাপ বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলাশাসককে দ্রুত উন্নয়নের কাজ শুরু করে প্রতিমাসে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন । তারপরেই আজ জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন জেলা পরিষদের সভাধিপতি ললিতা টিজ্ঞা সহ মোট ১৩ জন সদস্য । যদিও বৈঠকে ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ 5 BJP সদস্য । জেলা পরিষদের বিভিন্ন ফান্ডে রয়েছে প্রায় 27 কোটি টাকা । সেই টাকা কিভাবে খরচ করা যায় তা নিয়ে আলোচনা হয় ।