গঙ্গারামপুর , 28 এপ্রিল : গঙ্গারামপুরের এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতার নাম , মৌসুমি সরকার (14) ৷ মনে করা হচ্ছে মায়ের বকুনিতে অভিমানে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী ৷ গঙ্গারামপুর থানার রতনমালা কাসিয়াপুকুর এলাকার ঘটনা ৷
গঙ্গারামপুরে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ - Gangarampur suicide
সন্ধ্যায় পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় মৌসুমির ৷ তারপর রাতে তাঁকে খাওয়ার জন্য ডাকতে এলে কোনও সাড়াশব্দ পাওয়া যায় না ৷পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় ঘরের দরজা ভেঙে ঢুকে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ৷ গঙ্গারামপুর থানার রতনমালা কাসিয়াপুকুর এলাকার ঘটনা ৷
ওই কিশোরীর বাবা মহাদেব সরকার পেশায় একজন টোটো চালক । জানা গেছে , মঙ্গলবার সন্ধ্যায় পড়াশোনা নিয়ে ওই কিশোরীর সঙ্গে তাঁর মায়ের সামান্য কথা কাটাকাটি হয় । কিছুক্ষণ পর তাঁর মা ও বাবা খাওয়ার জন্য ডাকতে এলে ভিতর থেকে দরজা বন্ধ দেথে তাঁরা ৷ বারবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পায় না ৷ এরপরেই ঘরের দরজা ভেঙে তাঁরা কিশোরীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় । খবর দেওয়া হয় গঙ্গারামপুর পুলিশ স্টেশনে । ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান, গঙ্গারামপুর থানার রতনমালা,কাসিয়াপুকুর এলাকার স্কুল ছাত্রী মৌসুমি সরকার আত্মহত্যা করেছে বলে জানা গেছে ৷ তদন্ত চলছে ৷ আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হবে ৷