বালুরঘাট, 4 ডিসেম্বর: বালুরঘাট থেকে মালদায় কেন্দ্রীয় ফুড সাপ্লাই অফিস সরানোর নির্দেশিকা এসেছে ৷ অফিস যাতে সরানো না হয় সে জন্য মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দ্বারস্থ হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । মন্ত্রীকে বিষয়টি লিখিতভাবে জানান সুকান্তবাবু ।
FCI অফিস যেন সরানো না হয়, কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ সাংসদ - Balurghat MP Sukant Majumder
মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দ্বারস্থ হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । মন্ত্রীকে বিষয়টি লিখিতভাবে জানান সুকান্তবাবু । এতদিন শহরের কচিকলাতে এই অফিস থাকলেও এখন মঙ্গলপুরে নিজস্ব কার্যালয় হয়েছে । মালদায় সরানোর নির্দেশিকা এসেছে ৷
উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য FCI-র একটি অফিস রয়েছে বালুরঘাটে । বালুরঘাটে এই অফিসের অধীনে রয়েছে দুটি গুদাম । দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে গুদামে প্রায় 23 হাজার মেট্রিক টন এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গুদামে প্রায় সাড়ে 7 হাজার মেট্রিক টন খাদ্যসামগ্রী রাখার ব্যবস্থা আছে । 1966 সাল থেকে FCI অফিসটি বালুরঘাটে । কিন্তু মাস দেড়েক আগে একটি নির্দেশিকা আসে । তাতে বলা হয়েছে বালুরঘাটের FCI-র কার্যালয় মালদায় নিয়ে যাওয়া হচ্ছে । এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি । জেলা শাসকের কাছে স্মারকলিপি দেয় জেলা তৃণমূল নেতৃত্ব ।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "এটা 2015 সালে সিদ্ধান্ত হয়েছিল । তখন এলাকার সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের । আগের সাংসদ প্রতিবাদ করেননি । সিদ্ধান্ত আগেই হয়েছিল । আজ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি ।" এদিকে, তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই সব ভাঁওতা । মানুষের কন্ঠরোধ করা হচ্ছে ।