বংশীহারী, 20 জানুয়ারি : একদিকে চলছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সভা ৷ আর সেই সভা লাগোয়া একটি স্থানে জড়ো করে রাখা তৃণমূলের দলীয় পতাকার উপর মদ্যপ ও বেহুঁশ অবস্থায় পড়ে আছেন এক পুলিশকর্মী ৷ এক দু'বার উঠে দাঁড়ানোর চেষ্টাও করলেন । তবে লাভ হল না । যদিও ক্যামেরা দেখে তা বন্ধ করার কথা বলেন । তারপর অবস্থা বেগতিক দেখে টলতে টলতেই সেই স্থান ত্যাগ করেন তিনি ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে ।
যে পুলিশ প্রশাসনের হাতে শান্তিশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, সেই পুলিশের এই মদ্যপ অবস্থা দেখে নিন্দার ঝড় বিভিন্ন মহলে ৷ মদ্যপ ওই পুলিশকর্মীর নাম সুজিত চক্রবর্তী । বাড়ি বালুরঘাট শহরের আমবাগানপাড়া এলাকায় । তিনি বর্তমানে বালুরঘাটে কর্মরত রয়েছেন । বুনিয়াদপুর বাস স্টপে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দলীয় সভা ছিল ৷ সেখানেই তাঁর ডিউটি ছিল । কিন্তু অভিযোগ ওই পুলিশকর্মী আগে থেকেই মদ্যপ অবস্থায় ছিলেন । পুলিশের এমন অবস্থা দেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।