বংশীহারী, 27 নভেম্বর : গ্রামের অনাথ শিশু বা যাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, তাদের পড়াশোনা, থাকা-খাওয়ার সমস্ত খরচ নিজে দিতে শুরু করেছিলেন সুকুমার রায়চৌধুরি ৷ 44 বছর আগে বুনিয়াদপুর পৌরসভার বড়াইল এলাকায় শুরু করেছিলেন একটি অনাথ আশ্রম ৷ তবে বর্তমানে বয়স হয়ে যাওয়ায় একার পক্ষে আর আশ্রম চালাতে পারছেন না তিনি ৷ কোনও সরকারি সাহায্যও পাননি কখনও ৷ এখন আশ্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে সুকুমারবাবুকে ৷
মেলেনি সরকারি সাহায্য, অনাহারে দিন কাটছে অনাথ আশ্রমের শিশুদের
44 বছর আগে বুনিয়াদপুর পৌরসভার বড়াইল এলাকায় শুরু করেছিলেন একটি অনাথ আশ্রম ৷ তবে বর্তমানে বয়স হয়ে যাওয়ায় একার পক্ষে আর আশ্রম চালাতে পারছেন না আশ্রমের প্রতিষ্ঠাতা সুকুমার রায়চৌধুরি ৷
আগে 44 জন এই আশ্রমে থাকলেও বর্তমানে অভাব অনটনের কারণে সেই সংখ্যা নেমে এসেছে 22টিতে ৷ প্রায় দিনই খাবারের জন্য এদিক-ওদিক ছুটতে হয় সুকুমার রায়চৌধুরিকে ৷ 2011 সালে বংশীহারী ব্লকের তৎকালীন BDO বনমালী রায় সাহায্যের আশ্বাস দিলেও এখনও পাওয়া যায়নি কোনও সরকারি সাহায্য ৷ যার ফলে সমস্যায় পড়তে হয়েছে আশ্রমে থাকা শিশুদের ৷
সুকুমারবাবু বলেন, "44 বছর আগে এই আশ্রম প্রতিষ্ঠা করি সেই সময় আশ্রমে 44 জন আবাসিক ছিল ৷ কিন্তু ঘরের অভাবে আমি অনেককে ফিরিয়ে দিই ৷ বর্তমানে আমার কাছে 22 জন আবাসিক রয়েছে ৷ এখন আমার একার পক্ষে আর এই আশ্রম চালানো সম্ভব নয় ৷ কোনও সহৃদয় ব্যক্তি সাহায্য করলে সুবিধা হয় ৷"