তপন, 11 জানুয়ারি : রাস্তার ধারে পুকুর থেকে উদ্ধার হল এক তৃণমূল নেতার ছেলের মৃতদেহ ৷ ঘটনাস্থান থেকে সাত কিলোমিটার দূরে মৃতের বাইক ও হেলমেটও উদ্ধার হয়েছে ৷ মৃতের নাম মিলন বিশ্বাস ৷ বাড়ি তপন থানার নবাব নগর এলাকায় ৷ মৃতের বাবা অরুণ বিশ্বাস তৃণমূলের বুথ কমিটির সদস্য ৷ ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷
মাছ ব্যবসায়ী মিলন বিশ্বাস ভোর সাড়ে চারটা নাগাদ মাছ কিনতে গঙ্গারামপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন । কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা ৷ ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা মৃতের বাইক ও হেলমেট দেখতে পান ৷ তারপর থেকেই সন্দেহ দানা বাঁধে ৷ পুকুর থেকে উদ্ধার করা হয় মৃতদেহ ৷ প্রতিবেশীরা জানিয়েছেন, মৃতের কাছে ব্যবসার কয়েক হাজার টাকা ছিল যা খুঁজে পাওয়া যায়নি । পাশাপাশি তাঁর গলায় থাকা সোনার চেনও উধাও বলে জানা গিয়েছে ।