বালুরঘাট, 26 জুন : দুর্নীতির অভিযোগে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের দুই ভাই ও ঘনিষ্ঠ রতন ঘোষকে দল থেকে বহিষ্কার করল জেলা নেতৃত্ব । BJP-তে যোগদানের আগেই দল থেকে তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব । বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ।
সরকারি আইনজীবী ও সরকারি পদে নিযুক্ত বিপ্লব মিত্রের ভাই চিরঞ্জীব মিত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে । সে কারণেই তাঁকে বহিষ্কার করে দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস । পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও BJP-তে যোগদান করতে দিল্লি যান । কিন্তু সূত্রের খবর, তিনি এখনও BJP-তে যোগদান করেননি । তাই দলবদলের আগেই তাঁকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস । সাংবাদিক বৈঠক জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "দুর্নীতি, তোলাবাজি, এঁদের এমনভাবে গ্রাস করেছে, যার ফলে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝছে । একইসঙ্গে এরা অনেক দলবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত । সেজন্যই তৃণমূল নেত্রীর অনুমতিক্রমে তিনজনকে দল থেকে বহিষ্কার করা হল ।"