বালুরঘাট, 22 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে জেলায় কনটেনমেন্ট জ়োনে নতুন করে ৫ দিনের লকডাউন ঘোষণা করল প্রশাসন । আজ থেকে এই লকডাউন কার্যকরী হবে, যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত । লকডাউনের পাশাপাশি জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যাও বাড়ানো হল । বর্তমানে জেলায় মোট 31টি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে ।
জেলায় কনটেনমেন্ট জ়োনে ৫ দিনের লকডাউন ঘোষণা - লকডাউন
২৬ অগাস্ট পর্যন্ত চলবে দক্ষিণ দিনাজপুরের কনটেন্টমন্ট জ়োনের লকডাউন ৷ সংক্রমণ রুখতে সিদ্ধান্ত প্রশাসনের ৷
জেলায় কোনও ভাবেই কোরোনার সংক্রমণ কমছে না । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা । শুক্রবার নতুন করে 138 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরফলে শুক্রবার বিকেল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে হল 3 হাজার 56 জন । এদিকে গতকাল পর্যন্ত জেলায় 2 হাজার 11 জন কোরোনামুক্ত হয়েছেন । এমনকী কোরোনায় 19 জনের মৃত্যু হয়েছে । বর্তমানে সক্রিয় কেসের সংখ্যা 1 হাজার 26 জন । যার মধ্যে বাড়িতেই চিকিৎসা চলছে 908 জনের ৷ সেফ হোমে রয়েছে 98 জন এবং বালুরঘাট কোরোনা হাসপাতালে রয়েছে 20 জন ।
বিগত কয়েকদিন থেকেই 100 উপর কোরোনা আক্রান্তের সংখ্যা থাকছে । গতকাল এবং আজ রাজ্য সরকারের ঘোষণা মতো পূর্ণ লকডাউন থাকলেও কমেনি সংক্রমণের সংখ্যা । তাই আজ থেকে ফের পাঁচদিনের লকডাউনের নির্দেশ জারি করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । মূলত জেলার কনটেনমেন্ট জ়োনে এই লকডাউন কার্যকরী হবে । এনিয়ে শুক্রবার জেলাশাসক নিখিল নির্মল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন এবং কনটেনমেন্ট জ়োনের নতুন নির্দেশিকা জারি করেছেন । তবে আগের মতোই নির্দিষ্ট সময় মোতাবেক দোকানপাট খুলতে পারবে ব্যবসায়ীরা বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে । এছাড়াও কনটেনমেন্ট জ়োনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় । গতকাল ও আজ বালুরঘাট শহর সংলগ্ন ডাঙা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় ।