পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লরিতে ভয়াবহ আগুন, তৎপরতায় রক্ষা পেল পেট্রোল পাম্প

রবিবার বিকেলে হঠাৎ করেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন ধরে যায় । কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি ।

South dinajpur news
South dinajpur news

By

Published : Sep 13, 2020, 8:47 PM IST

বুনিয়াদপুর, 13 সেপ্টেম্বর : পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন । অল্পের জন্য রক্ষা পেল নারায়ণপুর এলাকার পেট্রোল পাম্প । কুশমুন্ডি এগ্রিকালচার মার্কেটিং সোসাইটির এই পেট্রোল পাম্পের ভেতরে লরিতে আগুন লাগায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

রবিবার বিকেলে হঠাৎ করেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন ধরে যায় । কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি । তবে সময় মতো পাম্পের কর্মীসহ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য হাত লাগায় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে দমকলের ইঞ্জিন চলে আসায় আগুন নিয়ন্ত্রণে আসে । ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হাত থেকে বেঁচে যায় ওই পেট্রোল পাম্প ।

পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ হতে পারত । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকারসহ বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ আরও অনেকে ।

এই বিষয়ে পেট্রোল পাম্পের এক কর্মী সাজেদার রহমান বলেন, "কীভাবে আগুন লাগল তা বলতে পারছি না । আমরা আগুন নেভানোর চেষ্টা করি । এরপরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।"

ABOUT THE AUTHOR

...view details