বুনিয়াদপুর, 13 সেপ্টেম্বর : পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন । অল্পের জন্য রক্ষা পেল নারায়ণপুর এলাকার পেট্রোল পাম্প । কুশমুন্ডি এগ্রিকালচার মার্কেটিং সোসাইটির এই পেট্রোল পাম্পের ভেতরে লরিতে আগুন লাগায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
রবিবার বিকেলে হঠাৎ করেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকার ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন ধরে যায় । কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি । তবে সময় মতো পাম্পের কর্মীসহ স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য হাত লাগায় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে দমকলের ইঞ্জিন চলে আসায় আগুন নিয়ন্ত্রণে আসে । ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হাত থেকে বেঁচে যায় ওই পেট্রোল পাম্প ।