পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাঁসের পুকুরের মাছ খাওয়া নিয়ে বচসার জের, গুলিবিদ্ধ ব্যক্তি - পুকুরের মাছ হাঁসে খাচ্ছে

ঘটনায় কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

KUMARGANJ
কুমারগঞ্জে গুলিবিদ্ধ এক ব্যক্তি

By

Published : Aug 28, 2020, 5:25 PM IST

কুমারগঞ্জ, 28 অগাস্ট : পুকুরের মাছ হাঁসে খেয়েছে ৷ এই অভিযোগকে কেন্দ্র করে বচসা । আর সেই বচসার জেরে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তি । কুমারগঞ্জ থানার বটুন গ্রাম পঞ্চায়েতের বটুন এলাকার ঘটনা । গুলিবিদ্ধ পঙ্কজ রায়কে (35) গুরুতর জখম অবস্থায় প্রথমে বালুরঘাট জেলা হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা । শরিকি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ। যদিও এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ ।

গুরুতর জখম ওই ব্যক্তির নাম পঙ্কজ রায় । পঙ্কজ হাঁস প্রতিপালন করেন । তাঁর প্রতিবেশী হৃদয় পুকুরে মাছের চাষ করেন । সেই পুকুরে পঙ্কজবাবুর হাঁসগুলি মাঝেমধ্যেই গিয়ে মাছ খেয়ে ফেলে বলে অভিযোগ। যার জেরে প্রতিবেশী দু'জনের মধ্যে বিবাদ বাধে। বিবাদ চরমে পৌঁছায় বুধবার রাতে। অভিযোগ, ওই বিবাদের জেরে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পুকুর মালিক ও তার দলবল মিলে পঙ্কজকে বাড়ি থেকে ঢেকে এনে মারধর করে। এরপর অভিযুক্তরা বন্দুক বের করে পঙ্কজের বাঁ চোখে গুলি করে পালিয়ে যায় । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন পঙ্কজ । পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে গুরুতর জখম ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতায় রেফার করেন । ঘটনার জেরে বটুন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এবিষয়ে কুমারগঞ্জ থানার OC তাশি থিরিং শেরপা বলেন, "ঘটনার খবর পেয়েছি। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এবিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।" অন্যদিকে এবিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ABOUT THE AUTHOR

...view details