বালুরঘাট, 12 ডিসেম্বর : সমকাজে সমবেতন সহ মোট 11 দফা দাবিতে বৃহস্পতিবার বালুরঘাটে মিছিল করলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দক্ষিণ দিনাজপুর শাখার সদস্যরা । দুপুরে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে । পরে জেলাশাসক ভবন চত্বরে যায় । সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকালে তা সরিয়ে দেয় বিক্ষোভকারীরা । পুলিশের সঙ্গে চলে ধ্বস্তাধস্তিও।
চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণসহ একাধিক দাবিতে ডেপুটেশন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের - বালুরঘাটে শিক্ষকদের ডেপুটেশন জমা
জেলাশাসক ভবনে 11 দফা দাবিতে বালুরঘাটে ডেপুটেশন দিল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ৷
বালুরঘাট হাই স্কুল মাঠে দক্ষিণ দিনাজপুর জেলার এসএসকে, এমএসকে সহ বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষণ ও শিক্ষাকর্মীরা জমায়েত করেন ৷ সেই মিছিলে ডেপুটেশন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন । একই দাবিতে আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতে এই কর্মসূচি চলবে বলে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন ।
এবিষয়ে ওই শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক সইদুল ইসলাম বলেন, আমাদের বেতন কাঠামো সুনিশ্চিত করা থেকে শুরু করে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণ সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বহু বছর পেরিয়ে গেলেও তিনি কথা রাখেননি । তাই আজ আমরা আন্দোলনে নেমেছি ।