পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি উদ্যোগে তাঁত হাবের উদ্বোধন, বয়কট তৃণমূল সমর্থিত তাঁতি সংগঠনের - south dinajpur

তাঁতশিল্পের উন্নয়নের লক্ষ্যে সরকারি উদ্যোগে গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ায় তাঁত হাবের উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ ও জেলাশাসক দিপাপ প্রিয়া পি। তবে জেলার তাঁতিদের একাংশ অবশ্য যোগ দেননি উদ্বোধনী অনুষ্ঠানে।

তাঁত হাবের উদ্বোধন

By

Published : Feb 25, 2019, 11:57 AM IST

গঙ্গারামপুর, ২৫ ফেব্রুয়ারি: তাঁতশিল্পের উন্নয়নের লক্ষ্যে সরকারি উদ্যোগে গঙ্গারামপুরের ঠ্যাঙাপাড়ায় তাঁত হাবের উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ ও জেলাশাসক দিপাপ প্রিয়া পি। তবে জেলার তাঁতিদের একাংশ অবশ্য যোগ দেননি উদ্বোধনী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত এই হস্ততাঁত প্রকল্প বয়কটের ডাক দেয় তৃণমূল সমর্থিত তাঁতি সংগঠনও।

সংগঠনের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র জেলায় নেই। এই বিষয়টি হ্যান্ডলুম দপ্তরকে জানানো হয়েছিল। তাঁতি সংগঠনের পক্ষ থেকে আগামী ২৮ তারিখ তাঁত হাবের উদ্বোধনের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হ্যান্ডলুম দপ্তর অনুরোধ রাখেনি। তড়িঘড়ি উদ্বোধনী অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে। সাংসদ অর্পিতা ঘোষ হাবের উদ্বোধন করেন। তাই জেলা সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে না থাকায় তাঁতিরাও সেই অনুষ্ঠানে যাননি।

এক তাঁতির বক্তব্য, "আমরা অনুষ্ঠানে যোগ দেব না। নেতৃত্বের তরফে কিছু বলা হয়নি। এটা আমাদের সিদ্ধান্ত। দক্ষিণ দিনাজপুরে প্রায় ১৬০০০ তাঁতি আছেন। এর মধ্যে প্রায় ৭৫০০ তাঁতি আমাদের ইউনিয়নের সঙ্গে যুক্ত। তাঁতিদের স্বার্থে আমরা অবশ্যই হাবে যাব। কিন্তু আজকের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছি।"

ভিডিয়োয় দেখুন

জেলাশাসক দিপাপ প্রিয়া পি বলেন, "জেলার তাঁতিরা তাঁদের সুবিধা- অসুবিধার কথা আমাদের জানাবেন। আমরা তাঁদের সমস্যার কথা শুনে সমাধান করার চেষ্টা করব। এখানে তাঁতিদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে। শুধু রাজ্যে নয় দেশেও গঙ্গারামপুরের শাড়ি জনপ্রিয় করে তুলতে প্রয়োজন সঠিক মার্কেটিং স্ট্রাটেজি। আমরা এই বিষয়ে কাজ করছি।"

সাংসদ অর্পিতা ঘোষ বলেন, "গঙ্গারামপুরের তাঁত বিখ্যাত। এই তাঁতকে দেশ ও বিদেশের বাজারে তুলে ধরতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। বালুচরি, শান্তিপুরি, ধনেখালি, জামদানির মতোই গঙ্গারামপুরের তাঁতের শাড়িকে আগামী দিনে মানুষ আলাদা করে চিনবে।"

ABOUT THE AUTHOR

...view details