বংশীহারী , 26 জানুয়ারি : বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির অভিনন্দন যাত্রায় এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) র সমর্থনে বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির এই মিছিল বের হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার সকলকে একটি টোল-ফ্রি নম্বর দেন এবং সকলকে এই নম্বরে মিসড কল দিয়ে CAA ইশুতে নরেন্দ্র মোদিকে সমর্থন করার কথা বলেন । পাশপাশি তিনি বলেন , "দিদিকে বলো - তে ফোন করে বলবেন, দিদি আপনিও মিসড কল করুন । "
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে নমঃশূদ্র কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর সমর্থনে একটি মিছিল বের হয় । 71 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই মিছিলের ডাক দেয় নমঃশূদ্র কল্যাণ সমিতি । প্রায় 5 হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে বলে জানা গেছে । সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষসহ আরও অন্যান্য নেতৃত্ববর্গ । নমঃশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক হরসিস বিশ্বাস বলেন," NRC এবং CAA-র সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । " আজ এই মিছিলে অংশগ্রহণ করে BJP র জেলা সভাপতি বিনয় বর্মন এবং প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকারসহ দলের জেলা নেতৃবর্গ ।