বালুরঘাট, 14 এপ্রিল: বালুরঘাটে আদিবাসী মহিলাদের 'ঘর ওয়াপসি'তে দণ্ডিকাণ্ডের ঘটনায় ফের কেন্দ্রীয় এসটি কমিশনকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার চিঠির প্রতিলিপি টুইট করে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, দণ্ডিকাণ্ডে পুলিশ মূল অভিযুক্তকে কার্যত আড়াল করার চেষ্টা করছে ৷ পাশাপাশি ঘটনায় দু'জনকে গ্রেফতার চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয় বলেও দাবি রাজ্য বিজেপি সভাপতির ৷
জাতীয় এসটি কমিশনের কাছে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, দন্ডিকান্ডের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের তপনের তিন আদিবাসী মহিলাকে বালুরঘাটে তৃণমূলের যোগদান করানোর সময় দন্ডিকাটানো হয় বলে অভিযোগ ওঠে। যা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ এমনকি এর উত্তাপ ছড়ায় দিল্লিতেও ৷ রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েও অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত ৷ এ নিয়ে জাতীয় এসটি কমিশনকে ফের চিঠি দিলেন তিনি ৷ চিঠিতে জাতীয় এসটি কমিশনকে বালুরঘাটের সাংসদ জানিয়েছেন, মহিলা তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে দল থেকে অপসারিত করলেও আইনানুগ কোনও ব্যবস্থা তাঁর বিরুদ্ধে নেওয়া হয়নি ৷ তাঁকে গ্রেফতারের দাবি জানিয়ে আরও একবার এসটি কমিশনে চিঠি দিলেন সুকান্ত ৷