বালুরঘাট, 18 ডিসেম্বর : বাড়িতেই খেলতে খেলতে সংজ্ঞাহীন হয়ে পড়ল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদারের মেয়ে ৷ তার বয়স মাত্র তিন বছর ৷ ঘটনাটি ঘটে শনিবার দুপুরে ৷ তারপরই তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় (Sukanta Majumdar's Daughter Hospitalized) ৷ আপাতত সিসিইউতে ভর্তি রয়েছে শিশুটি ৷ কিন্তু, শনিবার সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলেই জানা গিয়েছে ৷
আরও পড়ুন :KMC Election 2021 : শেষবেলার প্রচারে বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল সুপ্রিমো
এই ঘটনার পর থেকেই হাসপাতালে রয়েছেন মজুমদার পরিবারের সদস্যরা ৷ রয়েছেন সুকান্ত নিজেও ৷ সঙ্গে রয়েছেন তাঁর দলীয় সহকর্মীরা ৷ এদিকে, এদিনই বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়ে একটি জরুরি বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু, সুকান্তর মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাঁর পক্ষে আর বৈঠকে যোগ দেওয়া সম্ভব হয়নি ৷ ফলে এই কর্মসূচি বাতিল করতে হয় ৷
আরও পড়ুন :Sukanta Majumdar: স্কুল খোলার আগে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়ার উচিত ছিল সরকারের: সুকান্ত
বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এই প্রসঙ্গে বলেন, ‘‘শুক্রবার রাতেই বালুরঘাটের বাড়িতে ফেরেন আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শনিবার দুপুরে বালুরঘাটের জেলা কার্যালয়ে দলীয় নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর ৷ কিন্তু, হঠাৎই ওঁর মেয়ে অসুস্থ হয়ে পড়ে ৷ শিশুটি খেলা করছিল ৷ তার মধ্যেই অজ্ঞান হয়ে যায় ৷ ঘটনার সময় সুকান্ত বাড়িতেই ছিলেন ৷ নিরাপত্তারক্ষী তাঁকে তাঁর মেয়ের অসুস্থতার খবর দেন ৷’’