পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটির বেশি টাকা দিলেন বালুরঘাটের সাংসদ

কোরোনা মোকাবিলায় একমাসের ভাতা ও সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।।

MP
সুকান্ত মজুমদার

By

Published : Mar 30, 2020, 11:52 PM IST


বালুরঘাট, 30 মার্চ: কোরোনা মোকাবিলায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার একমাসের ভাতা ও সাংসদ তহবিল মিলিয়ে 1 কোটির বেশি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিলেন। কোরোনা মোকাবিলায় যখন সকলেই এগিয়ে আসছেন ঠিক তখন বালুরঘাটের সাংসদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করলেন।

কোরোনা গোটা বিশ্বে থাবা বসিয়েছে। ভারতবর্ষে কোরোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এমনকী রাজ্যেও দু'জন কোরোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা দিন দিন হু হু করে বেড়েই চলেছে। সেই জায়গা থেকে কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল তৈরি করেছেন। সেই ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের আবেদনও করা হয়েছে।

কোরোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে এক মাসের ভাতা (এক লাখ টাকা) দেন বালুরঘাটের সাংসদ। পাশাপাশি MP ল্যাড বা সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে দেন সুকান্তবাবু। এর আগে কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের হাতে সাংসদ তহবিল থেকে 30 লাখ টাকা দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ।

এবিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "এই মুহুর্তে প্রচুর মানুষের সাহায্যের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন অনুসারে সবার কাছে যেন সাহায্য পৌঁছে দিতে পারে সরকার। তাই PM কেয়ারস বলে প্রধানমন্ত্রীর একটি রিলিফ ফান্ড খোলা হয়েছে। সেখানে যার যেমন সামর্থ্য সে অনুসারে সাহায্য করবে ।"

ABOUT THE AUTHOR

...view details